মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ০৭:১৪:২৩

ধোনির স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ

ধোনির স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ

স্পোর্টস ডেস্ক: ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর নামে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করলেন গুরগাঁও-এর বাসিন্দা ডেনিস অরোরা। খবর কলকাতা২৪।

রীতি এমএসডি আলমোড প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর হলেন সাক্ষী ধোনি। সাক্ষী ছাড়াও স্পোর্টসফিট ওয়ার্ল্ড-এর শেয়ার হোল্ডার অরুণ পাণ্ডে, শুভাবতী পাণ্ডে এবং প্রতিমা পাণ্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

কোম্পানির কো-ডিরেক্টর ডেনিসের বাবা বিকাশ অরোরার শেয়ার রয়েছে ৩৯ শতাংশ। অভিযোগ ডেনিসের কাছ থেকে শেয়ার কেনে রীতি এমএসডি আলমোড প্রাইভেট লিমিটেড। প্রায় ১১ কোটি টাকার একটি চুক্তি হয়।

কিন্তু চুক্তির শর্ত অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র ২.২৫ কোটি টাকা দেওয়া হয়৷ ফলে আইনের সাহায্য নেন ডেনিস। কিন্তু আদালতে যাওয়ায় বাকি টাকা না-দেওয়ার হুমিক দেন এমএসডি স্পোর্টসের ডিরেক্টর সাক্ষী।

কিন্তু কোম্পানির অন্য ডিরেক্টর অরুণ পাণ্ডের বক্তব্য, শেয়ারের বেশির ভাগটাই দিয়ে দেওয়া হয়েছে৷ আর সাক্ষী প্রায় এক বছর আগে কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছে।
১১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে