বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ১১:৫২:৫৩

প্রথম মিশনেই সফল ইংল্যান্ডের ভবিষ্যতের এই তিন কান্ডারি

প্রথম মিশনেই সফল ইংল্যান্ডের ভবিষ্যতের এই তিন কান্ডারি

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেই বুঝিয়ে দেন কেন তাকে ইংল্যান্ডের অন্যতম সেরা উদীয়মান ব্যাটসম্যান বলা হচ্ছে। সুইপ আর রিভার্স সুইপ উভয় ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী বেন ডাকেট।

এই গ্রীষ্মে ২,৭০৬ রান করেছেন। গত সপ্তাহেই প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে একই সঙ্গে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ‘ঘরোয়া বর্ষসেরা’ ও ‘বর্ষসেরা তরুণ’ খেলোয়াড়ের পুরস্কার পকেটে পুরেছেন ডাকেট।  

স্যাম বিলিংস এর আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তবে ঠিক সেইভাবে নিজেকে মেলে ধরতে পারনেনি এই ব্যাটসম্যান। সিরিজের শেষ ম্যাচে জায়গা পেয়েই ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি।

তরুণ অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইমেন্টেই সফল হয়েছেন জস বাটলার। সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও বাটলারের অধিনায়কত্বের প্রশংসা করেছেন নাসের হুসেইন, কেভিন পিটারসেনের মতো সাবেক অধিনায়করা।

দেখার বিষয় ছিল ভারত সফরের আগে বাংলাদেশের স্পিনারদের কিভাবে সামলান এই ব্যাটসম্যানরা। প্রথম ও আজকের ম্যাচে দারুণভাবে সাকিব-নাসিরদের সামলেছেন ২১ বছর বয়সী ডাকেট ও বিলিংস।

সিরিজে ৩ ম্যাচে ১২৩ রান করেছেন ডাকেট। শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন স্যাম বিলিংস। বল হাতে সাত উইকেট নিয়েছেন জ্যাক বল।

তাই বলা যায় প্রথম অভিযানেই মোটামুটি সফল ইল্যান্ডের ভবিষ্যতের দলটি। রুট, মরগান, ব্রড, অ্যান্ডারসন, ফিন, হেলসদের মতো অভিজ্ঞরা না থাকায় ওয়ানডেতে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে বাংলাদেশে আসে ইংল্যান্ড। অধিনায়ক করা হয় জস বাটলারকে। অধিনায়ক হিসেবে পরিপক্কতার প্রমাণ দিয়েছেন বাটলার।
১২ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে