বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১১:১৬:৩১

সংবাদ সম্মেলনে পরে আসা নিয়ে যা বললেন মাশরাফি

সংবাদ সম্মেলনে পরে আসা নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: সম্ভবনা জাগিয়েও দলকে জেতাতে পারলেন না টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের শেষের দিকে ইমরুল কায়েসের ক্যাট মিসে সিরিজ মিস হয়ে গেল বাংলাদেশের। তা ছাড়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে শিশির দারুণ ভুগিয়েছে টাইগারদের।

সিরিজ হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সংবাদ সম্মেলনে সবার আগে আসলেন। এমন না যে তিনি এর আগে কখনোই প্রতিপক্ষ দলের অধিনায়কের আগে আসেননি। তবে এবারের আসাটা তাকে পীড়া দিচ্ছে ভীষনভাবে। তাইতো আক্ষেপ করে বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যদি আগে বোলিং করতাম সংবাদ সম্মেলনে পরেই আসতে হতো!’ মাশরাফির কথার অর্থ হচ্ছে, তিনি বিশ্বাস করেন, আগে বোলিং করলে বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারত।

মূলত দুই দলের ২২ গজের লড়াই শেষে পরাজিত দলই সংবাদ সম্মেলনে প্রথমে আসে। সেই হিসেবে মাশরাফি বুধবার জহুর আহমেদের সংবাদ সম্মেলন কক্ষে ইংলিশ অধিনায়ক জস বাটলারের আগে এসেছিলেন। এসে আক্ষেপ করেই কথাগুলো বললেন মাশরাফি।

সিরিজ হার নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাশরাফি বলেন, ‘হার নিয়ে থাকাটা মানসিকভাবেই খুব কষ্টকর। এটাই খেলার নিয়ম। আজ যদি আমরা আগে ব্যাটিং করতাম, তাহলে সংবাদ সম্মেলনে আমাকে পরে আসতে হতো, হারের কষ্টটাও পেতে হতো না।’

বাংলাদেশ টসে জিতলে আগে বোলিংই করতো। বাটলারও তাই করেছেন। মাশরাফি অবশ্য পরে বোলিং নিয়ে অসন্তুষ্ট নন। তবে জহুর চট্টগ্রামে ২২ গজে সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গেই শিশির পড়া শুরু করে। ওই শিশিরই কাল হয়ে দাঁড়ায় মাশরাফিদের জন্য। শিশিরের কারণে স্পিনারদের ঠিকমতো ব্যবহার করতে পারেননি তিনি। তাই আক্ষেপ করে বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে ওদের স্পিনাররা শতভাগ সুবিধা উইকেট থেকে নিতে পেরেছে। সেখানে তার দশ ভাগও নিতে পারিনি। এখানেই আমাদের পার্থক্য গড়ে দিয়েছে। আমরা যদি এর অর্ধেক সুবিধাও পেতাম, তাহলে ফল ভিন্ন রকম হতে পারতো।’
১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে