বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১১:১৯:৪৮

কি করলিরে ইমরুল, ধরতে পারলে কাজ হইয়্যা যাইত: মাশরাফি

কি করলিরে ইমরুল, ধরতে পারলে কাজ হইয়্যা যাইত: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে টানা ৬ষ্ঠ ওয়ানডে সিরিজ হলো না মাশরাফি বাহিনীর। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতল ইংলিশরা। স্বপ্ন ভঙ্গের ম্যাচে মাশরাফির দুটি উক্তি আলোচনায়। সেটি ইংল্যান্ডের ব্যাটিংয়ের শেষ দিকে।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট ও ১৩ বল হাতে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই মাঠে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

শফিউল ইসলামের করা ৪৮তম ওভারের পঞ্চম বলে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ক্রিস ওয়াকস। তিনি ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে দলের জয় সহজতর করেন বেন স্টোকস। তিনি ৪৮ বলে ১ চার ও ২ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন।

তবে ম্যাচের ৪৬.৪ ওভারে তাসকিনের বলে স্লিপে ক্রিস ওয়াকসের ক্যাচটি মিস করায় দারুণ এক সুযোগ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।

তখন ২১ বলে ২১ রান দরকার ছিল ইংল্যান্ডের এবং দারুণ ছন্দে বল করছিলেন তাসকিন। ক্যাচ মিসের পর ইমরুলকে দলীয় অধিনায়ক মাশরাফি বলেছিলেন, এটা কি করলি রে ইমরুল। ধরতে পারলে কাজ হইয়্যা যাইতো।

খেলা দেখার সময় স্ট্যাম্পের পাশে থাকা ভিডিওতে ভেসে আসা কণ্ঠস্বর থেকেই মাশরাফির একথাগুলো শোনা যায়। পরে মাশরাফি সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেন।

তবে সফিউল শেষ করে দেন শেষ আশা। মাশরাফি আস্থা রেখেছিলেন সফিউলের প্রতি। কিন্ত কথা রাখতে পারেননি সফিউল।  
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে