বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১২:০৪:৪৯

আরো আক্রমণাত্মক হতে চেয়েছিলাম: বাটলার

আরো আক্রমণাত্মক হতে চেয়েছিলাম: বাটলার

স্পোর্টস ডেস্ক: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থতায় টানা সপ্তম সিরিজ জয়ের সুযোগটাও হারিয়েছেন টাইগাররা। প্রথম ম্যাচে দারুণ সম্ভবনা থাকা সত্ত্বেও সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। অপরদিকে ইংল্যান্ড তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে ম্যাচটি জিতে নিয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচে হিসেবি ব্যাটিং করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। আক্রমণাত্মক ব্যাটিং না করে পরিস্থিতি বুঝে ঠাণ্ডা মাথায় এগিয়েছেন তারা।

ইংলিশ অধিনায়ক জস বাটলারের ভাষায়, ‘আগের দিন থেকে শিক্ষা নিয়েছি আমরা। ছেলেরা বেশ সতর্ক ছিল। ব্যাটিংয়ে নামার আগে দলের সবার সঙ্গে আলোচনা করেছি। আমরা আরো আক্রমণাত্মক হতে চেয়েছিলাম। আমাদের দুজন ব্যাটসম্যান (ডাকেট ও স্যাম) খুবই ভালো খেলেছে।’

সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের কাছে হেরে যায় ইংল্যান্ড। এরপর ঘুরে দাঁড়াতে চেয়েছিল তারা। পরিকল্পনা অনুযায়ী সে করতে পেরে খুশি বাটলার। বলেন, ‘শারিরীক ও মানসিকভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা দীর্ঘ ইনিংস খেলার কথাই ভেবেছিলাম। রান তাড়া করতে ওপেনাররা সেট হয়ে গিয়েছিল। আমারা সাত কিংবা আট উইকেটে জিততে পারতাম। স্যাম ব্লিংস দারুণ ব্যাট করেছে। বেন ডাকেটও প্রথম সিরিজ হিসেবে বেশ ভালো করেছে। আমি সতীর্থদের বলবো এই ধারাবাহিকতা ধরে রাখতে।’
১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে