বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১২:৩৮:৩৮

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নতুন ‘চ্যালেঞ্জ’ বাংলাদেশের: মাশরাফি

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নতুন ‘চ্যালেঞ্জ’ বাংলাদেশের: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ইমরুলের ক্যাচ মিস, মাঠে মাত্রাতিরিক্ত শিশির। এসব থেকে যদি উত্তরণের সুযোগ মেলতো তবেই টানা সপ্তম সিরিজ জেতার সুযোগ পেত বাংলাদেশ। ক্যাচ মিসের পর অধিনায়ক মাশরাফি তো আক্ষেপ করে ইমরুলকে বলেই দিলেন, ‘এটা কি করলি, ধরতে পারলে তো কাজ হয়ে যেতো।’ ঠিক তেমনই শিশিরকেও দায়ী করলেন জাতীয় দলের এই দলপতি।

বাংলাদেশ শেষ দ্বিপাক্ষিক সিরিজ বিদেশের মাটিতে খেলেছে ২০১৪ সালে জিম্বাবুয়েতে। এছাড়া শেষ বিদেশের মাটিতে খেলেছে ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এরপর ঘরের মাঠেই সব ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ডে। এরপর ২০১৭ সালের জুন পর্যন্ত টানা বিদেশের মাটিতেই খেলবে টিম বাংলাদেশ।

ঘরের মাঠে হোম কন্ডিশনে বাংলাদেশ প্রতিপক্ষকে তুলোধনে করেছে। বদলে গেছে ক্রিকেটের মান, ক্রিকেটারদের আত্মবিশ্বাস। বদলে যাওয়া বাংলাদেশের সামনে এখন বিদেশের মাটিতে ভালো করার চ্যালেঞ্জ। মাশরাফিও বললেন একই কথা, ‘আমাদের আসল চ্যালেঞ্জ ওখান (নিউ জিল্যান্ড) থেকেই শুরু হবে। আমাদের সামনে এখন ভিন্ন চ্যালেঞ্জ আসছে। বেশিরভাগ খেলাই এখন বাইরে। আমাদের এর জন্য তৈরি হতে হবে।’
দ্বিতীয়বার অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের তিন পরাশক্তিকে (পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা) মাটিতে নামিয়ে এনেছেন মাশরাফি। তার হাত ধরেই আগামী বছর বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব কিছু মিলিয়ে মাশরাফির জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। তবে আপাতত এগুলো নিয়ে ভাবছেন বাংলাদেশের ‘সফলতম’ অধিনায়ক। তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব নেওয়ার পর প্রতিটি সিরিজের আগে সব সময় নিজেদের প্রস্তুতি, সামর্থ্য নিয়েই চিন্তা করি। সামনে কি আছে, কত সিরিজ আছে এগুলো নিয়ে চিন্তা করলে আমি ক্লান্ত হয়ে যাব! সামনে যে সিরিজ আসছে নিউজিল্যান্ড সিরিজ, ওটাতেই মনোযোগী হব।’
১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে