বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৮:৫৩:২৫

র‌্যাঙ্কিংয়ে এক লাফে ছয় ধাপ উপরে উঠেছেন মাহমুদুল্লাহ

র‌্যাঙ্কিংয়ে এক লাফে ছয় ধাপ উপরে উঠেছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মুর্তজার ১৬ বছরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়েছে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে অসাধরণ বোলিং করা মাশরাফি বিন মুর্তজা উঠে এসেছেন আইসিসি ওয়ানডে বোলাদের র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে।

এই অর্জনের জন্য বাংলাদেশের শেষ দুটি সিরিজ মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ শেষে মাশরাফির রেটিং পয়েন্ট ৬২৩। ছয় ধাপ এগিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে সেরা দশে আছেন তিনি।

৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার পিছিয়েছেন দুই ধাপ। তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

অন্যদিকে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন তামিম ইকবাল । এক লাফে ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে