শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ১২:১২:৪০

দল হারলে ব্যক্তিগত কোনো অর্জনই মনে আনন্দ দেয় না: মাশরাফি

দল হারলে ব্যক্তিগত কোনো অর্জনই মনে আনন্দ দেয় না: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আইসিসিতে ওয়ানডে সেরা ১০ বোলারের একজন এখন মাশরাফি। ২০০৯ সালেও মাশরাফি বিন মুর্তজা একবার ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে নয়ে এসেছিলেন।

নতুন করে সেরা দশে প্রবেশ ৩৩ বছর পার করে ফেলে অর্জন অবশ্যই সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়কের জন্য বিশেষ ব্যাপার।

সাথে এটাও যোগ করলেন যে, এর সাথে দলের জয় যুক্ত হলে সেটা আরও ইতিবাচক হত। তিনি বলেন, ‘এমন একটা অর্জন অবশ্যই দারুণ। বিশেষ করে ক্যারিয়ারের এই পর্যায়ে সেরা র‌্যাংকিং ছোঁয়া অবশ্যই আলাদা ভালো লাগার ব্যাপার। তবে দল হারলে ব্যক্তিগত কিছুই মনে আনন্দ দেয় না। দলকে জেতাতে পারলে হয়ত র‌্যাংকিংটাও বেশি ভালো লাগত।’

নিজের বোলিংটা যে আরেকটু ভালো করতে চেষ্টা করে যাচ্ছেন, সেটাও বললেন, ‘চেষ্টা করে যাচ্ছি প্রতিদিনই উন্নতি করতে, এই সময়ের ক্রিকেটের নানা দাবি মিটিয়ে তাল মিলিয়ে চলতে। ভালো লাগছে কিছুটা হলেও দলকে সাহায্য করতে পারছি। র‌্যাংকিংয়ে উন্নতিটা আমাকে আরও ভালো করতে উদ্বুদ্ধ করবে।’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। আর সিরিজ শেষ করে বৃহস্পতিবারেই ঢাকায় চলে এসেছেন মাশরাফি বিন মুর্তজা।
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে