শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৪:২২

সেদিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পাতিয়েছিল পাকিস্তান: মিয়াঁদাদ

সেদিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পাতিয়েছিল পাকিস্তান: মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয় দুটি ঘটনাকে। ১৯৯৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় আর ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে তখনকার দুর্দান্ত ফেভারিট পাকিস্তানকে হারানো। ১৯৯৭ আইসিসি ট্রফি জয় বাংলাদেশের ক্রিকেটে যতটা না প্রভাব ফেলেছে, তার চেয়ে বেশি পথ নির্দেশক হিসেবে কাজ করেছে পাকিস্তানকে হারানো।

যদিও নর্দাম্পটনের সেই জয়টি নিয়ে অনেকেই নানা সময়ে অনেক প্রশ্ন তুলেছেন। বিশেষ করে পাকিস্তানের অনেকে ম্যাচটি ‘স্বাভাবিক’ ছিল না বলে দাবি করে এসেছেন। এত দিন পর এই দাবি তুললেন জাভেদ মিয়াঁদাদও। ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপের আগে পাকিস্তানের কোচ ছিলেন জাভেদ মিয়াঁদাদই। সবকিছু ঠিক থাকলে ১৯৯৯ বিশ্বকাপে মিয়াঁদাদেরই কোচ থাকার কথা ছিল।

কিন্তু বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে খেলোয়াড়েরা বিদ্রোহ করে বসে তার বিরুদ্ধে। মিয়াঁদাদ দাবি করলেন, খেলোয়াড়দের দুর্নীতি আর অনিয়ম নিয়ে কথা বলার কারণেই এই বিদ্রোহ হয়েছিল। এ প্রসঙ্গে বলতে গিয়েই ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের খেলোয়াড়েরা ইচ্ছে ​করে হেরেছে বলে দাবি করেছেন তিনি।

১৬ বছর পর এসে পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কোচ জাভেদ মিয়াঁদাদ দাবি করলেন, বাংলাদেশের কাছে ইচ্ছে করেই হেরেছে পাকিস্তান। শুধু তাই নয়, বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেও ইচ্ছে করে হেরেছিল পাকিস্তানের ক্রিকেটাররা।

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে