শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৬:১৪

বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে চান তিনি!

বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে চান তিনি!

স্পোর্টস ডেস্ক : গত এক বছরে টেস্টে তার ব্যাট থেকে এসেছে ঝুড়ি ঝুড়ি রান৷ কিন্তু তাতেও তিনি তৃপ্ত নন৷ রানের খিদে তো কমেইনি, উল্টে বেড়েছে৷ আর সে কথা বোঝা গেল তার কথাতেই৷ অজিঙ্ক রাহানে জানিয়ে দিলেন, ‘ভারতের এবং বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়াই আমার লক্ষ্য৷ দেশের সেরা ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই৷’

স্বপ্নের সত্যিই সীমা হয় না! তবে এই সাফল্য, ক্রিকেটজীবনে এতদূর এগোনোর জন্য বাবা–মাকেই কৃতিত্ব দিচ্ছেন রাহানে৷ বলেছেন, ‘বাবা–ই আমাকে সাইকেল চালিয়ে রোজ স্কুলে পৌঁছে দিতেন৷ প্র্যাকটিসেও নিয়ে যেতেন৷ অটোতে ওঠার মতো টাকা তখন আমাদের হাতে ছিল না৷ তাই বাবা কষ্ট করে সাইকেল চালিয়ে নিয়ে যেতেন৷ সংসারে এত অভাব, বাবা–মা তাই নিজেদের সুখ–স্বাচ্ছন্দ্য ভুলে আমার জন্যই সবটুকু খরচ করেছেন৷ আমি যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, তার জন্য ওরা নিজেদের সুখের কথা ভাবেননি৷

জানেন, সংসারে এতই টানাটানি ছিল যে, একই মোজা পরে, বেশ কয়েকদিন খেলতে যেতে হত৷ অভাবের সঙ্গে লড়াই করে এতদূর এসেছি৷ দেশের হয়ে এখন খেলছি৷ তবে নিজের অতীত ভুলে যাইনি৷ ওই দিনগুলোই আমাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছে৷’ আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও মুখ খুলেছেন রাহানে। বলেছেন, ‘অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে এই সিরিজ। দীর্ঘ সময় পর আবার ঘরের মাঠে খেলব, এটা ভেবেই আমি উত্তেজিত। তবে ঘরের মাটিতে খেললেও দক্ষিণ আফ্রিকাকে সম্মান করতে হবে। কারণ ওরা খুবই ভাল দল।’

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে