শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ১০:০৫:২৭

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারবে ভারত

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারবে ভারত

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ পাঁচটি ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরেছে ভারত। প্রথমে বাংলাদেশ এরপর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছেও ধরাশায়ী হয়েছে ধোনির দল।

যে দুটি সিরিজ জিতেছে সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। তাই বলা যায় ওয়ানডেতে মোটেও ভালো অবস্থানে নেই ভারত। এই পরিসংখ্যান হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারতে পারে ভারতীয় ক্রিকেট দল।

এই অবস্থাতেই আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের সাথে ভারতের পাচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর দুটায় শুরু হবে ম্যাচটি।

কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, ধোনি থাকলেও ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে ভারতীয় দলকে অনভিজ্ঞ বলা হচ্ছে। কারণ দলে নেই উপমহাদেশীয় কন্ডিশনে ধোনি-কোহলির প্রধান দুই অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

পেসার মোহাম্মদ শামিকেও রাখা হয়নি দলে তাই ব্যাটিং লাইনে না হোক অন্তত বোলিংয়ে কিছুটা পিছিয়ে ভারত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া-মনদীপ সিং, অক্ষর প্যাটেল, আরেক স্পিনার জয়ন্ত যাদবরাও কম ভয়ঙ্কর নন।

তার ওপর অভিজ্ঞ অমিত মিশ্রকে পাচ্ছেন ধোনি। তবে কমতি একটাই জ্বর হওয়ায় প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না সুরেশ রায়না। প্রায় এক বছর পর আবার ভারতীয় দলে জায়গা ফেয়েছেন রায়না।

পেসারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, ধাওয়াল কুলকার্নির জুটিটাও মন্দ হবে না বলে আশা করছে ভারতীয় সমর্থকরা।

ভারত তুলনামুলক অনভিজ্ঞদের নিয়ে মাঠে নামলেও পুরো শক্তি নিয়েই মাঠে নামবেন কেন উইলিয়ামসন। দলে ফিরেছেন কোরে অ্যান্ডারসনের মতো অভিজ্ঞ অলরাউন্ডার।অপরদিকে মার্টিন গাপটিল, রস টেলর, নিশাম ,স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধির মতো অভিজ্ঞরা তো আছেনই।
১৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে