সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৫:৫৯:৫১

সতীর্থদের 'টিউমার' বলেছিলেন ক্লার্ক

সতীর্থদের 'টিউমার' বলেছিলেন ক্লার্ক

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর অনেকটা আনন্দে সময় কাটছে মাইকেল ক্লার্কের। তবে সতীর্থদের নিয়ে ‘কটু’ মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন এই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

অধিনায়ক থাকাকালে অস্ট্রেলিয়ার কিছু টেস্ট খেলোয়াড়কে ‘টিউমার’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে শেন ওয়াটসনকে ‘ক্যান্সার’ বলার কথা অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার ২০১৫ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের ৬০ মিনিটস প্রোগ্রামে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন ক্লার্ক। তবে সতীর্থদের নিয়ে আগের করা মন্তব্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কারও করেন তিনি।

ফাঁস হওয়া গোপন নথি অনুযায়ী, অজি সাবেক কোচ মিকি আর্থার ২০১৩ সালে দাবি করেছেন, ওয়াটসনকে জাতীয় দলের জন্য ক্যান্সার হিসেবে উল্লেখ করেছেন ক্লার্ক। তবে চ্যানেল নাইনের অনুষ্ঠানে সেটি অস্বীকার করেছেন ক্লার্ক, ‘না, আমি তেমনটি বলিনি।’

তবে জাতীয় দলের কিছু টেস্ট খেলোয়াড়দের যে টিউমার বলেছেন সেটি অকপটে স্বীকার করেছেন ক্লার্ক, ‘আমি বলেছি, বর্তমানে এই দলে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা টিউমারের মতো। যদি আমরা তাদের ছেঁটে ফেলি তবে এটি ক্যান্সারে রূপ নেবে।’

যাদেরকে টিউমার হিসেবে উল্লেখ করেছেন তাদের মধ্যে কি ওয়াটসন ছিল? এমন প্রশ্নের জবাবে ক্লার্ক বলেন, ‘হ্যাঁ, শেন (ওয়াটসন) ওসব খেলোয়াড়দের মধ্যে একজন ছিল।’
১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে