সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৬:১৩:৫৫

‘ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্টাইলে টেস্ট ম্যাচ খেলবেন সাব্বির’

‘ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্টাইলে টেস্ট ম্যাচ খেলবেন সাব্বির’

স্পোর্টস ডেস্ক: তিনি হচ্ছে টাইগার দলে একজন মারকুটে ব্যাটসম্যান। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট খুব ভাল বুঝেন। দলের প্রয়োজনে ব্যাট হাতে দারুণ কার্যকর সাব্বির রহমান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে তারই এক ঝলক প্রমাণ দিয়েছেন এই তরুণ।

ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাধর এই ব্যাটসম্যান। তবে জায়গা পেয়েই সন্তুষ্ট থাকছেন না সাব্বির। জানালেন, সাদা পোষাকেও নিজেকে প্রমাণ করতে চান তিনি। সাব্বির জানালেন, কেবল ওয়ানডে বা টি২০ স্পেশালিস্ট নয় ক্রিকেটের তিন ফরম্যাটেই দলের হয়ে অবদান রাখতে চান তিনি।  

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টা থেকে অনুশীলন করেছে বাংলাদেশে দল। অনুশীলনে যাওয়ার আগে  এই ব্যাটসম্যান সাংবাদিকদের বলেন, ‘টেস্টের দলে থাকা আমার জন্য বিরাট একটা সুযোগ। অনেকের ধারণা ছিল আমি কেবল টি২০ বা ওয়ানডেই খেলতে পারি। তবে সবার ভুলটা ভেঙে দেবার সময় এসেছে। তিন ফরম্যাটেই ভালো করতে চাই আমি।’

কেবল সাব্বিরই নন, নুরুল হাসান সোহান, কামরুল ইমলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজও টেস্ট দলে একেবারেই নতুন মুখ। এক সাথে চারজন দলে সুযোগ পাওয়ায় বিষয়টা নিজেদেরও তেমন বিশ্বাস হচ্ছে না। তাই একে অপরের দিকে তাকাচ্ছেন চারজনই।

বিষয়টা স্বীকার করে সাব্বির বলেন, ‘সুযোগ পাওয়ার পর থেকেই আমরা একে অপরের দিকে তাকাচ্ছি। আসলে সবাই অনেক বেশি রোমাঞ্চিত টেস্ট ম্যাচ খেলার জন্য। আমি রাব্বির দিকে তাকাচ্ছি। রাব্বি আরেক জনের দিকে তাকাচ্ছে। অদ্ভুত এক অনুভূতি।’

অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন সাব্বির। তবে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এই প্রথম। টি২০ বা ওয়ানডের পর এবার টেস্টে। ফরম্যাট বদলে নিজেকে মানিয়ে নেয়া কতটা কঠিন?

প্রশ্নের জবাবে সাব্বিরের জবাব, ‘টেস্টে ধারাবাহিকভাবে খেলতে হয়। টেস্টে কীভাবে খেলতে হয়, তা নিয়ে মাঠে এবং মাঠের বাইরে নিজেও অনুশীলন করেছি। তিন ফরম্যাটে যেন নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারি, সে বিষয়ে চেষ্টা করবো।’
১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে