সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৮:১৬:৪৩

খেলার সুযোগ পেলে দলের চাহিদা অনুযায়ী খেলতে চান সোহান

খেলার সুযোগ পেলে দলের চাহিদা অনুযায়ী খেলতে চান সোহান

স্পোর্টস ডেস্ক: তিনি প্রথমত ব্যাটসম্যান, সঙ্গে উইকেটরক্ষকের দ্বায়িত্বটাও বেশ দক্ষতার সঙ্গে পালন করেন। দুটোতেই সমান পারদর্শী নুরুল হাসান সোহান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার ভূমিকা কি হবে? এসব নিয়ে একদমই ভাবনা নেই তার। দলের প্রয়োজনে যা প্রয়োজন তাই করবেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই বিসিবি একাদশের হয়ে খেলেছেন তিনি। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে করেন ৩৯ রান। এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াই। দলের প্রয়োজন অনুযায়ী খেলতে চান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে চট্টগ্রামে সোমবার এ নিয়ে সোহান বলেন, ‘খেলার মধ্যেই ছিলাম, ম্যানেজমেন্টের কারোর সঙ্গে কথা হয়নি। যখন যে ফরম্যাট আসে আমি সব সময় তার সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বড় ব্যাপার পরিস্থিতি অনুযায়ী খেলতে পারি।’

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ৪১.৮১ গড়ে করেছে ২ হাজার ৪২৫ রান করেছেন। এরমধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি। যে কারণে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডে প্রথমবার জায়গা হয়েছে তার। ব্যাটিং নিয়ে ইংল্যান্ড টেস্ট সিরিজে কোনো পরিকল্পনা আছে কি এই ডানহাতি ব্যাটসম্যানের?

এ নিয়ে সোহান বলেন, ‘ব্যাটিং নিয়ে আমার আলাদা কোনো পরিকল্পনা নেই। খেলার সুযোগ পেলে দলের চাহিদা অনুযায়ী যেন খেলতে পারি, সেই লক্ষ্যই থাকবে।
১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে