স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বংশোদ্ভুত দুই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই জ্বলে ওঠেন। দুইজনই এখন পাকিস্তানের জন্য হুমকি। ইংলিশ ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ সদস্য এই দুইজন। সারজায় ট্যুর ম্যাচে পৈতৃকভুমি পাকিস্তানের বিপক্ষে ঝলক দেখান দুই জনেই।
একজন জ্বলে ওঠেন ব্যাটে অন্যজন বল হাতে। মঈণ আলী ও আদিল রশিদ দলের জন্য বেশ ভূমিকা পালন করেন। দুই দিনের এই ট্যুর ম্যাচটি ড্র হয়েছে। তবে এখানে এগিয়ে ছিল ইংল্যান্ড। দুই দল একবার করেই মাঠে নামার সুযোগ পায়। শুরুতে ব্যাট করে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করে।
আদিল রশিদ ফিফটি করে অপরাজিত থাকেন। ওই রান সংগ্রহে বড় অবদান রাখেন তিনি। মঈণ ব্যাট হাতে ২২ রান করলেও বলহাতে নেন পাকিস্তানের ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট।
ট্যুর ম্যাচে ভালো করে যেন পাকিস্তান শিবিরকে ভয় দেখালেন তারা। নির্ধারিত সময়ে পাকিস্তানও ৫ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে।
মঈণ ছাড়া বাকি দুটি উইকেট নেন উড ও অ্যান্ডারশন। মূল লড়াইয়ের আগে পাকিস্তানকে যেন বড় ধরনের হুমকি দিলেন এই দুই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার!
কয়েকদিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে যাওয়া সিরিজে এরা আক্ষেপের পাত্র হতে পারেন পাকিস্তানের ভক্তদের জন্যও।
৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর