বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৩:৫৫:১৩

আলীও সাজঘরে: মিরাজ ঝড়ে কাঁপছে স্টেডিয়াম, হাঁপাচ্ছে ইংল্যান্ড

আলীও সাজঘরে: মিরাজ ঝড়ে কাঁপছে স্টেডিয়াম, হাঁপাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের জন্য প্রচণ্ড ঝড় হিসেবে আবির্ভূত হয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন তিনি। মিরাজ ঝড়ে কাঁপছে স্টেডিয়াম, হাঁপাচ্ছে ইংল্যান্ড।

শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। নিজের তৃতীয় ওভারেই আঘাত হানেন ইংলিশ শিবিরে। বেন ডাকেটকে সরাসরি বোল্ড আউট করেন এ নবীন।

এরপর নিজের পরের ওভারে বল করতে এসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্যারি ব্যাল্যান্সকে। ওভারের শেষ বলে ব্যাটে বলে করতে না পারায় ব্যাল্যান্সের প্যাডে লাগে বল। জোরালো আবেদনের পর আম্পায়ার সাড়া না দেওয়াও তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন টাইগাররা। আর রিভিউতে সিদ্ধান্ত আসে বাংলাদেশের পক্ষে।

২৯তম ওভারে বল করে এসে দ্বিতীয় বলেই সাফল্য পান মিরাজ। ৮১ শতাংশের ওপরে স্ট্রাইকিং রেটে ব্যাট করতে থাকা জো রুটকে প্যাভেলিয়নে ফেরান তিনি। এ সময় রুটের সংগ্রহ ছিল ৪৯ বলে ৫টি চারের মারসহ ৪০ রান।

৫ উইকেট যাওয়ার পর মইন আলির ব্যাটে স্বস্তি দেখছিল সফরকারীরা। ১টি ছয় ও ৮টি চারের মার সহ মইন আলির সংগ্রহ দাঁড়িয়েছিল ৬৮। এরপরই মিরাজের বলে মুশফিকের হাতে কট হন আলি। ফলশ্রুতিতে মিরাজের অর্জন ৫২ রানের বদৌলতে ৪ উইকেট।

এ রিপোর্ট লেখার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ৭১ ওভারে ৬ উইকেটে ২০৭ রান। বাংলাদেশ দলের হয়ে অপর ২টি উইকেটটি পান অলরাউন্ডার সাকিব আল হাসান। টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড।
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে