বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৬:১৭:২৯

মিরাজের তাণ্ডবে দিনের শেষে চাপে ইংল্যান্ড

মিরাজের তাণ্ডবে দিনের শেষে চাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ৭ ব্যাটসম্যানের পাঁচজনই শিকার হয়েছেন ১৮ বছর বয়সী এক কিশোরের হাতে। যুব ক্রিকেট থেকেই আলোচনা আসা মিরাজ নামে পরিচিত এই ১৮ বছর বয়সী এর আগে আন্তর্জাতিক ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনোটাই খেলেননি। সেই তিনিই ইনিংসের শুরু থেকেই বোলিং করে গেলেন।  গড়ে গেলেন র্কীতি।

এই মিরাজ নামক টাইগারের খাবলে প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। স্টেডিয়ামে অসহায় ইংল্যান্ড। মিরাজের দুর্দান্ত তাণ্ডবে কূল হারিয়েছে ইংল্যান্ডের দিকপাল ব্যাটসম্যানরা।  বেন ডাকেট, গ্যারি ব্যাল্যান্স, জো রুট ও মঈন আলীর মতো তারকা ব্যাটসম্যানদের সাজ ঘরে ফেরান তিনি। যখনই একটা জুটি গড়ে ওঠার চেষ্টা হয়েছে, অধিনায়ক মুশফিক তরুণ সেনানীর ওপর ভরসা রেখেছেন। মিরাজওও হতাশ করেননি। ইংল্যান্ডের প্রতিরোধ গড়া তিন ব্যাটসম্যানই যেমন মেহেদীর শিকার।

সমস্যা হলো ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ এখন এতটাই লম্বা, লেজ বের করে এনেও নিশ্চিন্তে থাকার উপায় নেই। ক্রিস ওকস যেমন সতর্কের সঙ্গে পা ফেলছেন। ৩৬ রানে অপরাজিত ওকসের সঙ্গী আদিল রশিদের (৬) ১০টি প্রথম শ্রেণির সেঞ্চুরি আছে, ৩৫টি ফিফটিও। এই অবিচ্ছিন্ন জুটি এরই মধ্যে ২১ রান তুলে দুশ্চিন্তা বাড়াচ্ছে।

আর সাজঘরে অপেক্ষায় থাকা স্টুয়ার্ট ব্রডের তো টেস্টে একটি সেঞ্চুরি আর দশটি ফিফটিও আছে। ষষ্ঠ, সপ্তম আর অষ্টম উইকেটেই যেমন ১৫২ রান যোগ করে নিজেদের টেলএন্ডারদের সুনাম ধরে রেখেছে ইংল্যান্ড। আগামীকাল সকালের সেশনে ইংল্যান্ডকে দ্রুত মুড়িয়ে দেওয়া জরুরি।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস: ৯২ ওভার শেষে ৭ উইকেটে ২৫৮ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬*, স্টোকস ১৮; মিরাজ ৫/৬৪, সাকিব ২/৪৬, শফিউল ০/৩৩, কামরুল ০/৪১, তাইজুল ০/২৮)

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে