বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৬:৫৭:৩৪

নিউজিল্যান্ড যে লিড দিল, তা কি টপকাতে পারবে ভারত?

নিউজিল্যান্ড যে লিড দিল, তা কি টপকাতে পারবে ভারত?

স্পোর্টস ডেস্ক : একটা সময় মনে হয়েছিল বড় রানের পাহাড় গড়বে নিউজিল্যান্ড। কিন্তু ক্রিকেট বলে কথা, গোল বলের কথা কেউ বলতে পারে না। মহা অনিশ্চয়তার খেলা। তাই ভাল থেকে খুব ভাল হওয়া আর হল না কিউয়িদের। নির্ধারিত পঞ্চাশ ওভারের শেষে নিউজিল্যান্ড তুললো ৯ উইকেটে ২৪২ রান।

কেন উইলিয়ামসন ১১৮ রানের ইনিংস খেলেন। ল্যাথাম করেন ৪৬। তার পরের ব্যাটসম্যানরা কেবল এলেন আর গেলেন। আর তার ফলে নিউজিল্যান্ড খুব বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারল না ভারতকে। নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। করি অ্যান্ডারসনের পরে কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে যশপ্রীত বুমরাহ ও অমিত মিশ্র তিনটি করে উইকেট নিয়েছেন।

কী করবে ধোনির ভারত আর শক্তিশালী ব্যাটিংঅর্ডার? তার উত্তর দেবে সময়। তবে ভারতীয় বোলাররা কিন্তু নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মাথায় চাপতে দেয়নি। এখন ব্যাটসম্যানদের পালা। শেষ পর্যন্ত খবর পাওয়া, এখন ব্যাট করছে ভারত। ৯ ওভার শেষে ১ উইকেটে ৩০ রান করেছে ভারত। ব্যাটে আছেন বিরাট কোহলি (৪) ও অঙ্কিত রাহানে (১১)। রোহিত শর্মা ১৫ রান করে বোল্টের বলে ক্যাচ তুলে সাজ ঘরে ফিরেছেন।

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে