শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৯:২২:৪০

ইংল্যান্ডের ‘যম’ তামিম ইকবাল

ইংল্যান্ডের ‘যম’ তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: উইজডেন কতৃপক্ষ এই একটা কথাই বার বার বলতে চেয়েছে। ওই সময় উইকেট থাকে সবুজ-স্যাঁতসেতে। বল স্কিড করে, বাউন্স হয়। রাম-শাম-যদু-মধুর পক্ষে ওই উইকেটে ইংলিশ পেসারদের সামনে দাঁড়ানোরই ক্ষমতা নাই।

তামিম কেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার সেটা বুঝতে তাই লর্ডস আর ম্যানচেস্টারের ওই দুই ইনিংস দেখলেই যথেষ্ট। উইজডেন ঠিক বুঝেই তামিমের হাতে তুলে দিয়েছিল বর্ষসেরার পুরস্কার। তখন তামিম ইকবালের বয়স ছিল মাত্র ২১।

ডেইলি মেইলের রিপোর্টার লর্ডসে এতোটাই তামিমে বিমোহিত হয়ে ছিলেন যে লিখে দিলেন - ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাত্র্র দু’সপ্তাহের মাথায় ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনলেন ২১ বছর বয়সী এক তরুন। আধুনিক ক্রিকেটে লর্ডসে এমন সেঞ্চুরি কবে দেখা গিয়েছি তা নিয়ে অনেক পরিসংখ্যান ঘাটাঘাটি হলেও কিছুই মিললো না!’

তামিম ইকবাল বরাবরই ইংল্যান্ডের বিপক্ষে এমন ‘নারকীয়’ হয়ে ওঠেন। তামিমের টেস্ট সেঞ্চুরির সংখ্যা সাতটি টি। এর মধ্যে দুটিই করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৯ টি হাফ সেঞ্চুরির মধ্যে পাঁচটিই ইংল্যান্ডের বিপক্ষে।

এর মধ্যে পঞ্চমটি পেয়ে গেলেন শুক্রবার। নিজের শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেললেন ৭৮ রানের এক ইনিংস। আর সাতটি চারের সৌজন্যে পাওয়া এই ইনিংসের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সের দিক থেকে তামিম নিজেকে নিয়ে গেলেন আরও এক ধাপ ওপরে।

যেভাবে উইকেটে সেট হয়ে গিয়েছিলেন তাতে সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল। যদিও শেষ মেশ গ্যারেথ ব্যাটির বলে উইকেটের পেছনে দাঁড়ানো জনি বেয়ারস্টো’র হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার গড়টা এখন আকাশচুম্বি – ৬৪.৭৭। নয় ইনিংসে রান করেছেন মোট ৫৮৩।

আর কোনো দলের বিপক্ষেই টেস্টে এত বেশি গড় নিয়ে রান তুলতে পারেননি তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩.৮০ গড় তার ভারতের বিপক্ষে, আর নিউজিল্যান্ডের বিপক্ষে গড় ৪৪.৬৬। ফলে তামিম যে সত্যিই ইংলিশ বোলারদের ‘যম’ সেটা বলে না দিলেও চলে!-খেলাধুলা
২১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে