শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ১১:৫০:৪১

দিন শেষে যা বললেন তামিম

দিন শেষে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক: দিনের বাকি তখন মাত্র ১৫ বল। ওই অবস্থায় আউট হন মুশফিকুর রহিম। বেন স্টোকসকে খেলবেন কি ছেড়ে দেবেন- এমন দুনোমন্যতায় ভুগে শেষ পর্যন্ত উইকেটের পেছনে বেয়ারস্টোর গ্লাভসে ক্যাচ তুলে দেন মুশফিক। দিনশেষে এই আউট নিয়ে আফসোস ঝরেছে দিনের সেরা তারকা তামিম ইকবালের কণ্ঠে।

সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘এখনো আমি মনে করি, আমরা হয়তো একটু ভালো অবস্থানে আছি। আমাদের হাতে পাঁচটি উইকেট আছে। আমরা যদি কালকে (শনিবার) ভালো একটি সেশন পার করতে পারি, তাহলে ভালো অবস্থানে থাকব। উইকেট কিন্তু খুব সহজ নয়। যদি মুশফিক আউট না হতো তাহলে বলতে পারতাম আমরা ভালো একটি দিন কাটিয়েছি। এরপরও বলব, ভালো দিনই গেছে। কোনো দিক থেকে যে খারাপ গেছে সেটা বলব না। মুশফিক যেভাবে খেলছিল, সেভাবে খেলতে পারলে আমাদের জন্য ভালো হতো।’

উইকেট যে ব্যাটসম্যানদের জন্য বিমাতাসুলভ আচরণ করবে সেটা তো চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই বোঝা গেছে। ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করার কৃতিত্ব তো ওই টার্নিং, বাউন্সি উইকেটেরই। কৃতিত্ব টাইগার স্পিনারদেরও। বিশেষ করে অভিষিক্ত তরুণ টাইগার মেহেদী হাসান মিরাজের। ক’দিন পর উনিশে পা রাখতে যাওয়া এই তরুণ তুর্কি একাই নিয়েছেন ৬ উইকেট। বাকি ৪ উইকেট সমানভাবে ভাগ করে নিয়েছেন সাকিব-তাইজুল। বোলারদের তীর্থভূমিতেও স্রোতের বিপরীতে অসাধারণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। দশ বছর পর দলে ফেরা গ্যারেথ ব্যাটির ঘূর্ণিতে আউট হওয়ার আগে ৭৮ (১৭৯) রান করেন এই ওপেনার। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের রূপ ছিলো না এটি।

চট্টগ্রাম টেস্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে যে ৪টি টেস্ট খেলেছেন তামিম, তাতে দু’টি সেঞ্চুরি ছাড়াও চারটি হাফসেঞ্চুরির রেকর্ড আছে তার। শুক্রবারও সুযোগ ছিল আরেকটি সেঞ্চুরির মাইলফলক স্পর্শের। কিন্তু সেট হয়েও ওভাবে আউট হওয়ার ব্যাখ্যা দিনশেষে সংবাদ সম্মেলনে দিয়েছেন তামিম, ‘উইকেটের বিষয়ে যদি সঠিক মূল্যায়ন করতে বলা হয়, তাহলে বলতে হয়, এখানে কেউ সেট নয়। ৭০, ৮০ কিংবা ১০০ রান যদি কেউ করে তাহলেও বলব এ উইকেটে কেউ সেট না। যদি মনে করেন যে আপনি সেট, তাহলে সমস্যা তৈরি হবে। কারণ প্রতি ওভারে একটা-দু’টা বলে কিছু না কিছু হচ্ছে। এটা সহজ নয়, ডিফিকাল্ট উইকেট। আমরা সবাই বুঝতে পারছি এটা। কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করতে হলে বলব কেউ সেট না।’

এদিন তিন সেশনের শেষদিকে এসে উইকেট হারায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে মঈন আলীর জোড়া আঘাতে লণ্ডভণ্ড হয়েছে ইমরুল কায়েস ও মুমিনুল হকের উইকেট। সেট হয়েও চা বিরতির ঠিক আগে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং দিনের শেষ সেশনে প্রায় তিন ওভার বাকি থাকা অবস্থায় আউট হয়েছেন মুশফিক। আউটের এমন ছন্দমিল খুব কমই চোখে পড়ে।

শেষ মুহূর্তে মানসিক চাপে ভুগেই কি এমন আউট হয়েছেন ব্যাটসম্যানরা- প্রশ্ন ছিল তামিমের কাছে। জবাবে তিনি বলেছেন, ‘আসলে মেন্টালিটির ব্যাপার না। প্রত্যেকটি বিরতিতে যেমন লাঞ্চের আগে, টি-এর আগে একটা পড়লো, আবার খেলা শেষে একটা পড়লো। এটার ব্যাখ্যা কীভাবে দেব সেটা বুঝতে পারছি না। এটা যদি হয়ে যায় তাহলে কিছু করার নেই। যদি না হতো তাহলে হয়তো আমরা আরো ভালো পজিশনে থাকতে পারতাম। ওই সময় রিয়াদ ভাই নট আউট থাকলে আমরা ভালো অবস্থানে থাকতাম। বিশেষ করে মুশিফক যদি আউট না হতো তাহলে আমাদের জন্য বেশ ভালো একটি দিন যেত।’
 
৫ উইকেটে ২২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ক্রিজে সাকিব ৩১ রানে এখনো টিকে আছেন। এরপর সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজ- স্পেশালিস্ট ব্যাটসম্যান বলতে তারা দু’জনও অক্ষত রয়েছেন। প্রথম ইনিংসের ইংল্যান্ডের চেয়ে এখনো ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ। এমন অবস্থায় কেমন লিড আশা করছেন তামিম। খুব কৌশলে এর জবাব দিয়েছেন এই ড্যাশিং ওপেনার, ‘১০০ রানের লিড হলে আমি বলব এটা ভালো দিক হবে। আমাদের হাতে এখনো দু’জন ভালো ব্যাটসম্যান আছে। মিরাজ আছে, সাব্বির আছে, সাকিব এখনো আছে। তারা জুটি বেঁধে যদি ভালো কিছু করতে পারে, যতটুকু লিড নেয়া যায় আর কী? ১০০ রানের ফিগার দেয়া ভুল হবে। যতটুকু পারি ততটুকু হবে। প্রথমে ওদের রানটা ক্রস করা লাগবে।’  
এখন দেখাই যাক, শনিবার নেমে কতদূর কি করতে পারে বাংলাদেশ, সেই অপেক্ষায় পুরো দেশ।-মানবকণ্ঠ
২১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে