শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৮:৪০:৫৪

মঈন আলী অর্ধেক বাংলাদেশি, ভালোবাসা গভীরে

মঈন আলী অর্ধেক বাংলাদেশি, ভালোবাসা গভীরে

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড দলে এখন অলরাউন্ডারের সংখ্যা অনেক হলেও তাদের মধ্যে একটু বেশিই উজ্জ্বল যিনি তিনি মঈন আলী। পুরো নাম মঈন মুনির আলী। ব্যাটে-বলে সমান ঔজ্জ্বল্য ছড়িয়ে তিনি এখন ইংল্যান্ড দলের অবিচ্ছেদ্য। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর যখন অনিশ্চয়তায় তখন অনেক খেলোয়াড়ও বাংলাদেশে আসার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখাতে থাকেন। ওয়ানডে অধিনায়ক এউইন মরগান যখন আসবেনই না জানিয়ে দিলেন তখন সবার আগে যিনি বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ  প্রকাশ্যেই দেখান তিনি মঈন আলী। বাংলাদেশের প্রতি তার অঘাত ভালোবাসা।

অনেকের ধারণা ছিল মুসলিম বলেই হয়তো বাংলাদেশের প্রতি সহমর্মী তিনি। কিন্তু এখন বিষয়টা পরিষ্কার। মঈন আলী এখন যে অর্ধেক বাংলাদেশি। বার্মিংহামে জন্ম নেয়া মঈন আলীর অর্ধাঙ্গিনী বলুন আর সহধর্মিণী বলুন তার শেকড় প্রোথিত বাংলাদেশেই। মঈন আলীর স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশেরই মেয়ে বলা যায়। তার পিতা এস হোসেন সিলেটের পীর মহল্লার বাসিন্দা ছিলেন। তবে অনেক আগেই তিনি ভাগ্যান্বেষণে ইংল্যান্ড পাড়ি জমান। এখন তিনি লন্ডনে স্থায়ী।

তিন ভাই তিন বোনের মধ্যে ফিরোজার অবস্থান পঞ্চম। ২০০৮এ মঈন আলী-ফিরোজা হোসেনের বিয়ে হয়। মঈন আলী এবার ইংল্যান্ড দলের সঙ্গে বাংলাদেশে আসেন ৩০শে সেপ্টেম্বর। তবে তখন আসেন একা। আর স্ত্রী দুদিন আগে এসে যোগ দিলেন মঈনের সঙ্গে। ঢাকায় তাকে স্বাগত জানান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। এরপর সোজা হোটেলে। এবারই প্রথম স্বামীর কোনো টেস্ট খেলা দেখতে দেশের বাইরে এলেন। প্রচণ্ড গরম হওয়ায় গতকাল স্টেডিয়ামে যাননি ফিরোজা।

ফিরোজা হোসেনের এক ঘনিষ্ঠ আত্মীয় জানালেন বাংলাদেশে ইংল্যান্ড দল ও তাদের সঙ্গীদের যে নিরাপত্তা দেয়া হচ্ছে তাতে অভিভূত তিনি। বাংলাদেশে এর আগে মঈন আলীর সঙ্গে এসেছিলেন তিনি সেই বিপিএল খেলার সময়। সেবার তামিমের সঙ্গে দুরন্ত রাজশাহী দলের হয়ে খেলেন মঈন। অবশ্য সেবার মঈন সেভাবে পরিচিত ছিলেন না সবার কাছে।
২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে