রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ১০:৫০:২৬

টাইগারদের থাবায় মাত্র ২০ মিনিটেই গুটিয়ে গেলো ইংল্যান্ড

 টাইগারদের থাবায় মাত্র ২০ মিনিটেই গুটিয়ে গেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বাঘদের থাকায় টেস্টের ৪র্থ দিনে খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই গুটিয়ে গেলো ইংল্যান্ড। সাকিব আল হাসান ও তাইজুলের ঘূর্ণিতে অলআউট হয় ইংলিশরা। ২৮৫ রানের লিড নিয়েছে ইংল্যান্ড।

৪র্থ দিনে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ তৃতীয় দিনে মাত্র ৫০ মিনিটেই ৫টি উইকেট হারায়। আর রান আসে মাত্র ২৭টি।

সে তাড়নায় বল হাতে ভালো করার চেষ্টা করেন সাকিবরা। ইংল্যান্ড প্রথম ৬২ রানেই ৫টি উইকেট হারায়। তবে পরবর্তী ৫ উইকেটে রান আসে ১৭৮।

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যেকার এই ব্যবধান ফেরারিট হিসেবে তুলে ধরেছে কুকদের।  তবে দ্বিতীয় ইনিংসের ২২৮ রান নিয়ে আজ চতুর্থ দিন মাঠে নামার পর মাত্র ১২ রান করেই অলআউট হয় ইংল্যান্ড।

বিরতির পর দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছে তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এই টেস্ট জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮৫ রান।
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে