রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ১১:৩১:২৩

শুরুতেই বিদায় তামিমের, তবুও ইতিহাস গড়ে জয়ের পথে বাংলাদেশ

শুরুতেই বিদায় তামিমের, তবুও ইতিহাস গড়ে জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারেননি তামিম। মঈণ আলীর শিকার তামিম। এর আগে আট উইকেটে ২২৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড।

দ্বিতীয় দিন সকালে তাতে আর ১২ রান যোগ করেই অল আউট হয়ে যায় সফরকারীরা। এর সাথে প্রথম ইনিংসের ৪৫ রানের লিড যোগ করলে দাঁড়ায় ২৮৫। ফলে বাংলাদেশকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিততে হলে করতে হবে ২৮৬ রান।

শনিবার সকালের প্রথম ২০ মিনিটের মধ্যেই আউট হয়ে ফিরে যান স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটি। ব্রড হয়েছেন রান আউট আর তাইজুল ইসলাম ফিরিয়েছেন ব্যাটিকে।

এর আগে কখনওই এত রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। একবারই ২০০-এর ওপরে রান তাড়া করে জিতেছিল দলটি। ২০০৯ সালের সেই জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেবার ২১৫ রানের লক্ষ্যে বাংলাদেশ জিতেছিল চার উইকেটে।

সর্বশেষ খবরে বাংলাদেশের রান এক উইকেট হারিয়ে ফিফটি ছাড়িয়েছে। ইতিহাস গড়ে জয়ের পথেই রয়েছে বাংলাদেশ।
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে