রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ১২:৫৪:২১

বড় ভুল করলেন তামিম-ইমরুল

বড় ভুল করলেন তামিম-ইমরুল

স্পোর্টস ডেস্ক : আক্রমণ আর ডিফেন্সের দ্বিধায় থাকা তামিম শেষ পর্যন্ত মঈন আলীর বলে আউট হয়ে গেছেন ৯ রান করে। দিনের শুরুতে দ্রুতই ইংল্যান্ডের বাকি দুই উইকেটে তুলে নিয়ে লিডটা আর বড় হতে দেয়নি বাংলাদেশের স্পিনাররা।

২৮৬ রানের রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে হারিয়ে ৮৬ রান এত উইকেটে হাতে রেখে জয়ের জন্য প্রয়োজন আরো ২০০ রান। তবে ইনিংসের শুরু থেকেই বাংলদেশের ব্যাটসম্যানদের মাঝে আক্রমানাত্বক দৃষ্টিভঙ্গি প্রবলভাবে লক্ষ্য করা যায়। এতে বড় ভুল করলেন তামিম-ইমরুল!

শনিবার দিনের শুরুতে ঠিক যে ভুল করে সাকিব আউট হয়েছিলেন, সে একই ভুল করে প্রথম ওভারেই ব্যাটির বলে আউট হতে হতে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তামিম ইকবাল। নবম ওভারে সেই ব্যাটির বলেই ক্যাচ তুলে দিয়ে বদলি ফিল্ডার হাসিবের ভুলে এ যাত্রায়ও বেঁচে জান তামিম। আক্রমণ আর ডিফেন্সের দ্বিধায় থাকা তামিম শেষ পর্যন্ত মঈন আলীর বলে আউট হয়ে গেছেন ৯ রান করে।

অপরপ্রান্তে ইমরুল শুরু থেকেই খেলছিলেন সাবলীলভাবে। সোজা ব্যাটেই খেলছিলেন বলের মেধা অনুযায়ী। তবে তার মাঝেও স্বভাববিরুদ্ধ কিছু শট খেলার প্রবণতা ছিল। সুইপ, রিভার্স সুইপে স্পিন মোকাবেলার পরিকল্পনা ছিল ইমরুলের এই ইনিংসে। তবে শেষ পর্যন্ত সেই সুইপই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। আদিল রশিদের বলে সুইপ করতে গিয়েই লাঞ্চের আগমুহূর্তে আউট হয়ে বাংলাদেশ দলকে ভাল একটি সেশনের শেষ মুহূর্তে বিষাদ উপহার দিলেন ইমরুল।

তার বিদায়ের পর মামুদউল্লাহও নেমেও আক্রমণ করার পন্থাই বেছে নিলেন। মঈন আলীর বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, ফিল্ডার ক্রিস ওকস বলের গতিবিধি বুঝতে দেরি করাতে এযাত্রায় বেঁচে যান মাহমুদুল্লাহ।

এই উইকেটে টিকে থাকলেই রান আসবে। কাল স্টোকস-বেয়ারস্টোর জুটি তাই দেখিয়ে দিয়েছে। স্টোকসের ইনিংসে ছিল তিনটি চয়ের মার্, কিন্তু পুরো ইনিংস জুড়েই সে খেলেছিল ঠান্ডা মাথায়। ইংল্যান্ডের প্রতিটি উইকেটে নিতে আমাদের বোলারদের ভাল জায়গায় বল করে উইকেটে আদায় করে নিতে হয়েছে। সেখানে অতি আক্রমানাত্বক হতে গিয়ে যদি আমাদের ব্যাটসম্যানরা এভাবে উইকেটে বিলিয়ে দিয়ে আসেন, তা হবে খুবই হতাশাজনক।

তাই মুমিনুল-মাহমুদুল্লাহ এবং বাকি ব্যাস্টম্যানদের উচিত হবে ঠান্ডা মাথায় খেলেই এই রান তাড়া করার। ম্যাচে বাংলাদেশ ভালভাবেই টিকে আছে, দরকার শুধু ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলা। তাহলেই স্বপ্নের এক জয়ের পথে এগিয়ে যেতে পারবো আমরা।-খেলাধুলা
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে