সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৮:২৯:১১

আম্পায়ারের সিদ্ধান্তে তিনবার আউট হয়েও নটঅাউট মঈন অালী

আম্পায়ারের সিদ্ধান্তে তিনবার আউট হয়েও নটঅাউট মঈন অালী

স্পোর্টস ডেস্ক: আম্পায়ারের সিদ্ধান্তে তিনবার আউট হয়েও ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) আশ্রয়ে উইকেটে থেকে গেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের বলে তিনবার এলবিডব্লিউর ফাঁদে পড়েন মঈন। তিনবারই আঙুল তুলেছেন আম্পায়ার। কিন্তু, ভাগ্যকে সাথে পাওয়া ইংলিশ অলরাউন্ডার তিনবারই রিভিউ চেয়েছেন।

আর আশ্চর্যজনক ভাবে তিনবারই বেঁচে গেছেন মঈন আলী। এখানেই শেষ নয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টে মোট পাঁচবার রিভিউ এর সাথে সাক্ষাৎ হয়েছে মঈনের। আর প্রতিবারই সিদ্ধান্ত গেছে মঈনের পক্ষে। সেদিক থেকে রেকর্ডই গড়েছেন বাঁ-হাতি এই ইংলিশ ব্যাটসম্যান। কারণ এর আগে কোনো ব্যাটসম্যানই এতোগুলো রিভিউ নিয়ে সফল হননি।

প্রথম রিভিউটি ছিলো এলবিডব্লিউর। তাইজুল ইসলামের একটি ডেলিভারি আট রানে ব্যাট করতে থাকা মঈনের পায়ে লাগলে নিশ্চিত আউট ভেবে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু, রিভিউতে আম্পায়ারের দেয়া নট আউটের সিদ্ধান্তই সঠিক হিসেবে প্রমাণ হয়। তবে এর পরের তিনটি রিভিউতে আম্পায়ারদের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। সব মিলিয়ে রিভিউ নিয়ে রীতিমতো নাটকই হয়েছে এদিন।

কারণ সাকিব আল হাসানের এলবিডব্লিউ-এর আবেদনে তিনবারই সাড়া দেন আম্পায়ার। কিন্তু, নাছোড়বান্দা মঈন প্রতিবারই রিভিউ নিয়ে নিজেকে রক্ষা করেছেন। মঈন যখন ১৬ রানে ব্যাট করছিলেন তখন সাকিবের একটি এলবিডব্লিউর আবদনে সাড়া দিয়ে মঈনকে আউট ঘোষণা করেন আম্পায়ার। এ যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান মঈন।

লাঞ্চের পর আবারো সাকিবের বিপক্ষে মঈনের যুদ্ধ। ১৭ রানে ব্যাট করতে থাকা মঈনকে আরো একবার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। আম্পায়ার এবারো সাকিবের পক্ষে। কিন্তু মঈন রিভিউ নিয়ে আবারো নিজেকে রক্ষা করেন। এক বল পর সাকিবের আরেকটি আবেদনে মঈনকে তৃতীয়বারের মতো আউট ঘোষণা করেন আম্পায়ার। আর রিভিউ নিয়ে মঈনও তৃতীয়বারের মতো বেঁচে যান।

এখানেই শেষ নয়, মঈন আলীকে আউট করতে পরে আরও একবার রিভিউয়ের আশ্রয় নিয়েছিল বাংলাদেশও। ৪৮ তম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে তিনি এবারও বেঁচে যান। একেই বুঝি বলে ‘কই মাছের প্রাণ’!তবে এই রিভিউ নাটকের কারণে ইতোমধ্যেই বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে!
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে