মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১১:৩১:৪৫

টাইগারদের বিপক্ষে আক্রমনে দলে পরিবর্তন আনছে ইংল্যান্ড!

টাইগারদের বিপক্ষে আক্রমনে দলে পরিবর্তন আনছে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে কষ্টের হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। জয়ের ব্যবধানটা ২২ রানের। এই মুহূর্তে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকলেও ঢাকায় দ্বিতীয় টেস্টকে ঘিরে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ইঙ্গিত দিয়েছেন বোলিং আক্রমণে পরিবর্তন আনার।

সোমবার ম্যাচ শেষে বলেন, ‘পরের টেস্টে কিছু পরিবর্তন আসছে। আমরা যদি একই একাদশ নিয়ে খেলি তাহলে হয়তো অনেকে থেকে যাবে, যাদের এখনও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তবে পরিবর্তনটা ঘুরিয়ে ফিরিয়েই করা হবে।’

কুক নিশ্চিত করে জানিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে এই পরিবর্তনটা মূলত বোলিং বিভাগেই হবে। মূলত এই স্কোয়াডে থাকা বাকি নতুনদের অভিজ্ঞতা অর্জনকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। যাতে করে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাদের ব্যবহার করতে পারেন, ‘দলে দারুণ কিছু ক্রিকেটার রয়েছে যারা এখনও সুযোগ পায়নি। তবে এর শুরুটা বোলিং বিভাগ দিয়েই হবে।’

যদি তাই হয় তাহলে ‍স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রাখতে পারে ইংল্যান্ড। ইতোমধ্যেই ৯৯ টেস্ট খেলেছেন তিনি। একই সম্ভাবনা থাকতে পারে ওকসকে ঘিরেও। তাহলে বাঁহাতি স্পিনার জাফর আনসারিকে সে ক্ষেত্রে সুযোগ দেয়া হতে পারে।
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে