মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০২:১৪:০১

রোনালদো নিজেই নিজের তৈরি: স্যার অ্যালেক্স ফার্গুসন

রোনালদো নিজেই নিজের তৈরি: স্যার অ্যালেক্স ফার্গুসন

স্পোর্টস ডেস্ক : রিয়াল তারকা রোনালদো মাঠে দৌড়ে খেলতে পছন্দ করেন। জয় না পেলে নিজের সঙ্গে অভিমান করেন। গোলের জন্য মুখিয়ে থাকেন। প্রতিপক্ষ জিতে গেছে, এটা দেখলে রাগ হয় তার। গুরুর কথা মেনে চলেন। অনুশীলনে সিরিয়াস থাকেন।

ফুটবলীয় এসব গুণাবলী ক্রিশ্চিয়ানো রোনালদোর। নইলে কি আর ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেন, রোনালদো নিজের তৈরি?

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেই সিআর-সেভেনের তারকা খ্যাতি। ২০০৮ সালে ওই ক্লাবে থাকতেই প্রথমবারের মতো ব্যালন ডি`অর জিতেছিলেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদে এসে তো সুপারস্টারই হয়ে গেলেন। দিনকে দিন নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। চতুর্থবারের মতো ব্যালন ডি`অর জয়ের দৌড়ে রয়েছেন এই পর্তুগিজ।

এমন দুর্দান্ত রোনালদোকে কে প্রস্তুত করেছেন? অনেকে হয়তো ফার্গুসনকে কৃতিত্ব দিতে চাইবেন। তবে ইউনাটেডের কিংবদন্তী কোচ কৃতিত্বটা নিজে নারাজ! তিনি বলেন, ‘এটা আমার জন্য বলা খুব সহজ যে আমি রোনালদোকে তৈরি করেছি। এভাবে অনেক কোচই বলতে পারেন যে এই খেলোয়াড় তার প্রস্তুত করা। কিন্তু আমি বলবো, রোনালদো নিজের তৈরি।’

তিনি আরো যোগ করেন, ‘ইউনাইটেডে থাকতে আমরা রোনালদোকে শুধু নির্দেশনা দিয়েছিলাম। বাধাগুলো ডিঙিয়ে যেতে হয়েছে তাকেই। তার অনুশীলনের নীতিশাস্ত্র ছিল অবিশ্বাস্য।’
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে