স্পোর্টস ডেস্ক : আপনারা কি জানেন, নেইমারের আইডল কে? বছর তিনেক আগে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সান্তোস ছেড়ে এসে লিওনেল মেসির সাথে জুটি বাঁধেন।
কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার পরই নেইমার জানিয়েছিলেন, মেসিকে অনুসরণ করছেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড তার আইডল। এবার নেইমারের বাবাও জানিয়ে দিলেন, মেসি তার ছেলের আইডল।
মেসির প্রশংসায় নেইমারের বাবা বলেন, ‘আমরা সবাই জানি, মেসি কে এবং সে কী পারে। সে আমার ছেলের আইডল। তার সাথে খেলতে পারে খুশি নেইমার। মেসির জন্যই এখানে খেলছে সে।’
মেসি-রোনালদোর দ্বৈরথে অনুপ্রেরণা খোঁজেন নেইমার। মেসির হাতেই ফের ব্যালন ডি’অর দেখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাবা। বলেন, 'যদি মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকতো, সম্ভাবত নেইমারও এই পর্যায়ে আসতো না। যেমনটা ছিল পেলে-ম্যারাডোনা দ্বৈরথ! তাদের দেখে অনেক খেলোয়াড়ই অনুপ্রাণিত হতো।'
২৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর