রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৩৮:২৪

তিক্ত অভিজ্ঞতা, বিব্রতকর পরিস্থিতির শিকার বিরাট কোহলি!

তিক্ত অভিজ্ঞতা, বিব্রতকর পরিস্থিতির শিকার বিরাট কোহলি!

স্পোর্টস ডেস্ক : মার্চের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ভারতীয় দুই অভিজ্ঞ তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। মূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর আর কোনো ওয়ানডে খেলেনি ভারত। আর দুই তারকার সামনে কেবল এই ফরম্যাটের দরজা খোলা। ২২৪ দিন পর খেলতে নেমে অবশ্য কোহলি-রোহিত উভয়েই বিব্রতকর শুরু পেয়েছেন।

রোহিত ১৪ বলে ৮ রানে ফিরলেও, কোহলি রানের খাতাই খুলতে পারেননি। মিচেল স্টার্কের গতি আর লাইন-লেংথের কাছে বেশ কয়েকবারই পরাস্ত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। এভাবে ৭ বল খেলে ফেলার পর স্বভাবতই তার ওপর চাপ বাড়ছিল। ফলে স্টার্কের বলেই তিনি শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন কাভারে। বামে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় সেটি তালুবন্দি করেন কপার কোনলি।

রোহিতের পর কোহলিও দ্রুত ফেরায় হতাশা নামে ভারতীয় শিবিরে। গত ১৩ বছরে অস্ট্রেলিয়ায় ২৯টি ওয়ানডে খেলেছেন কোহলি। তবে কোনো ম্যাচেই তাকে ডাক (শূন্য) নিয়ে ফিরতে হয়নি। আজ (রোববার) ৩০তম ওয়াডনডেতে তিনি সেই তিক্ত অভিজ্ঞতা পেলেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে অবশ্য কোহলির পরিসংখ্যানটা দারুণ। ৩০ ম্যাচে ৪৯.১৪ গড়ে তিনি ১৩২৭ রান করেছেন। অবশ্য বিদেশের মাটিতে এটি এই তারকা ব্যাটারের সর্বনিম্ন গড়।

কোহলির আগে রোহিতকে ম্যাট রেনশ’র ক্যাচ বানিয়ে ফেরান জশ হ্যাজলউড। এই সিরিজটি তার জন্য নতুন শুরু। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত একমাত্র ওয়ানডেতে খেলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্ব অধ্যায় শেষ হয়েছে তার। শুভমান গিলের অধীনে সাত মাস পর জাতীয় দলে খেলতে নেমে ফিরলেন মাত্র ৮ রানে। অধিনায়ক গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। নাথান এলিসের বলে ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১০ রানে।

ফলে মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ল ভারত। পার্থের অপ্টাস স্টেডিয়ামে চলমান এই ম্যাচ দিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার যাত্রা শুরু করেছে তারা। শুরুটা তাদের ভালো হয়নি। রোহিত-কোহলি ও গিল মিলে করেছেন ১৮ রান। ২০১৯ সালের পর এই তিন তারকা খেলেছেন এমন ওয়ানডেতে এটি তাদের সর্বনিম্ন সম্মিলিত রান। এমনকি ২০২৩ সালের পর ওয়ানডেতে পাওয়ার প্লেতে যৌথভাবে সর্বনিম্ন ২৭ রান করল ভারত।

এদিকে, ভারত-অস্ট্রেলিয়ার এই ম্যাচে দুই দফা বাগড়া বসিয়েছে বৃষ্টি। দ্বিতীয় দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১.৫ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। শ্রেয়াস আইয়ার ২০ বলে ৬ এবং অক্ষর প্যাটেল ১১ বলে ৭ রানে অপরাজিত আছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে