শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ১১:০৭:৩৫

হিজাব পড়তে রাজি না ইরানের এই নারী খেলোয়াড়

হিজাব পড়তে রাজি না ইরানের এই নারী খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: চলতি বছর ডিসেম্বরে ইরানের তেহরানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। আবার একবার এই টুর্নামেন্টে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন হীনা সিধু। ইরানে প্রতিটি প্রতিযোগীকে হিজাব পরেই শ্যুটিংয়ে অংশ নিতে হবে।

ওদেশে এটাই বাধ্যতামূলক৷হীনা হিজাব পরে শ্যুটিংয়ের বিরোধীতা করেই ইরানে না-যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বছর সাতাশের হরিয়ানার এই অলিম্পিয়ান দু’বছর আগেও ঠিক একই কারণে এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন।

শনিবার একাধিক টুইট করে না-যাওয়ার কারণ সবিস্তারে জানিয়েছেন। যদিও হীনা তিন সপ্তাহ আগেই জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনকে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন৷হীনা বলছেন, আমি কোনও বিপ্লব করতে চাই না। কিন্তু ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে, হিজাব পরে নামলে খেলার স্পিরিটটাই নষ্ট হয়ে যায়৷ফলে আমি অংশ নেব না্
২৯ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে