রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ০৮:৪৯:৩০

ব্যাটের পর সুরের মুর্ছনায়ও সকলকে বিমোহিত করেন কুক

ব্যাটের পর সুরের মুর্ছনায়ও সকলকে বিমোহিত করেন কুক

স্পোর্টস ডেস্ক : নাম অ্যালিস্টার কুক আর উপনাম শেফ। নাম কুক ও উপনাম শেফ হলেও ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক আদৌ রান্না করতে পারেন কিনা তা পরিষ্কারভাবে জানা নেই।

তবে তিনি যে একজন মনেপ্রাণে গায়ক সেটা জানা গেছে। ২০০৬ সাল থেকে ২২ গজে ব্যাট হাতে সুর ছড়িয়ে যাচ্ছেন অ্যালিস্টার। সেই নাগপুর থেকে শুরু হয় কুকের ব্যাটের সুরের মুর্ছনায় সকলকে বিমোহিত করা। তবে শুধু ব্যাট নয়, নিজের কন্ঠস্বর দিয়েও সুর তোলার অভ্যাস রয়েছে কুকের।

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল তাঁর। সেই সুবাদে নিজের অস্টম জন্মদিনে বাবা- মায়ের কাছ থেকে উপহার হিসেবে পেয়ে যান ক্লারিনেট। সেই সময় থেকেই ক্লারিনেট বাজানোর কৌশল রপ্ত করতে শুরু করেন তিনি।

আর সেই কৌশল রপ্ত করতে তাকে সাহায্য করে লন্ডনের সেইন্ট পলস ক্যাথেড্রাল স্কুল। স্কুলে কুক একজন গায়ক হিসেবে অনুশীলনের কঠোর সূচির মধ্যে থাকতেন এবং ক্লারিনেট বাজানো শিখতেন যতখন পর্যন্ত না তিনি তা রপ্ত করতে পারেন।

কুকের বয়স যখন তের তখন তাঁর সংগীত নৈপুন্যে সন্তুষ্ট হয়ে বেডফোর্ডশায়ারের বেডফোর্ড স্কুল তাকে বৃত্তি প্রদান করেন। এরপর স্যাক্সোফোন বাজানোও শিখে যান কুক এবং সেটা তাঁর জীবনে সবচেয়ে প্রিয় বলেও জানান তিনি।

যদিও ক্রিকেটের ব্যস্ত সূচীর কারণে দুই মাস ধরে স্যাক্সোফোন বাজানো তো দূরের কথা, ছুঁয়েও দেখা হচ্ছে না বলে জানান কুক। তবে স্যাক্সেফোন যতই প্রিয় হোক না কেন বর্তমানে ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এই ইংলিশ ওপেনার।-খেলাধুলা
৩০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে