রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ০৯:৫১:৫০

আর এক মুসলিম বড় তারকাকে পেয়েছে ইংল্যান্ড, আলো ছড়ালেন মিরপুরে

আর এক মুসলিম বড় তারকাকে পেয়েছে ইংল্যান্ড, আলো ছড়ালেন মিরপুরে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতেই অভিষেক ম্যাচ। জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ালেন লাল-সবুজের দেশে বসেই। একটি মুসলিম দেশে বসেই নিজ দেশ বৃটেনের হয়ে ক্রিকেট যোদ্ধা হিসেবে শুরু করলেন পথচলা। আলো ছড়ালেন মিরপুরেই।

নাম তার জাফর আনসারি। দীর্ঘদেহী ক্রিকেটার তিনি। মুখজুড়ে মায়াবি হাসি। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন পর্যন্ত ৩টি উইকেট হারিয়েছে। তার মধ্যে দুটি বড় উইকেট তুলে নিয়েছেন জাফর।

মঈণ আলী ও আদিল রশীদ ব্যাট ও বল দুই দিকেই দারুণ। সেখানে নতুন অলরাউন্ডার হিসেবে দলে যোগ দিলেন জাফর আনসারি। এদের কল্যানে ইংল্যান্ডের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে বলে ধারনাই করা যায়।

জাফর আনসারি স্পিনার। কিন্তু তার চোখে মুখে যেন শোয়েব আকতারের ছাপ। প্রায় ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে তার। এমনই টগবগে এক যুবক যোগ দিলেন ইংল্যান্ড দলে। চলতি ইনিংসে তামিম ও রিয়াদের শিকারি তিনি।   
৩০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে