রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১০:৪৬:৫০

ভয় তাসের ঘর: লিডকে ধরাছোঁয়ার বাইরে নেয়ার টার্গেট টাইগারদের

ভয় তাসের ঘর: লিডকে ধরাছোঁয়ার বাইরে নেয়ার টার্গেট টাইগারদের

স্পোর্টস ডেস্ক: তাসের ঘরতে নিয়েই বড় ভয়। এই ভালো খেলছে। এই তাসের ঘরের মত ভেঙে যাচ্ছে স্বপ্ন। মুড়ি মুড়কির মত উইকেট হারানোর অভ্যাস রয়েছে দলের। তবে দ্বিতীয় ইনিংসে লিডটা ইংল্যান্ডের জন্য ধরাছোঁয়ার বাইরে নেয়ার টার্গেট নিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে  ইংলিশরা ২৪ রানের লিড নিলেও সেই রান শোধ করে এরই মধ্যে ১২৮ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫২ রান।

১২৮ রানে আর ৭টি উইকেট হাতে নিয়ে খেলা শুরু করেছে বাংলাদেশ। ৫৯ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের ব্যাট করছেন ইমরুল কায়েস। তার সঙ্গী হিসেবে দিনের শুরুতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান।

এর আগে ৫০ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিনের ব্যাট করতে এসে শুরুতেই টাইগার স্পিনারদের বোলিং তোপের মুখে পড়ে। স্কোর বোর্ডে ৯৬ রান যোগ হতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। একটা  সময় ১৪৪ রানে ৮ উইকেট হারানো ইংলিশদের ২০০ রানের মধ্যে বেধে ফেলার স্বপ্ন দেখছিলো টাইগার ভক্তরা।

কিন্তু বাধসাধে ইংলিশ টেলএন্ডাররা। ক্রিস ওকস এবং আদিল রশিদের ৪৬ এবং ৪৪ রানের ইনিংসে ২০০ রানের কোঠা পার করে ইংলিশরা। শেষ পর্যন্ত ইংলিশদের প্রথম ইনিংস থামে ২৪৪ রানে। সর্বোচ্চ ৫৬ রান আসে জো রুটের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট দখল করেন ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো টেস্ট ক্রিকেট খেলতে নামা মেহেদি হাসান মিরাজ। বাকি ৪টি উইকেটের মধ্যে ৩টি তাইজুল এবং ১টি সাকিবের দখলে।

২৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ওপেনিং জুটি থেকেই তুলে নেয় ৬৫ রান।  দলীয় ৬৫ রানে ৪০ রান করে তামিম ফিরে গেলে উইকেটে থিতু হতে ব্যর্থ হন আগের ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল হক। ৬৬ রানেই ২ উইকেট বসে  বাংলাদেশ।

তামিম জাফর আনসারী এবং মুমিনুল বেন স্টোকসের শিকার। দুজনই অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দেন।

তামিম-মুমিনুলের বিদায়ে মাহমুদউল্লাহকে সঙ্গী করে প্রতিরোধ গড়ে তোলেন ইমরুল কায়েস। কিন্তু দিনের শেষ বলে আনসারীর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহ। তাদের জুটি থেকে স্কোর বোর্ডে যোগ হয় ৮৬ রান। দিন শেষে ইমরুল কায়েস ৫৯ রানে অপরাজিত আছেন।
৩০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে