রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১১:০০:০৯

খেলা নয়, দেশের ফুটবলারদের কাছে টাকাই সবকিছু: সালাহউদ্দিন

খেলা নয়, দেশের ফুটবলারদের কাছে টাকাই সবকিছু: সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক: এশিয়ান বাছাইয়ের প্লে-অফ-২ ম্যাচে ভুটানের কাছে হার এবং ফিফা র‌্যাংকিংয়ে ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে যাওয়ার পর দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অনেকে। ১০ অক্টোবর থিম্পুতে লজ্জার ওই হার দেশের ফুটবলের ভিতটাই যে কাঁপিয়ে দিয়েছে! সাবেক ফুটবলার থেকে শুরু করে ক্রীড়া সংগঠক ও সাধারণ মানুষের সমালোচনার তীর ছুটছে বাফুফের বর্তমান কমিটির দিকে। সে সমালোচনার তীর থেকে বাদ পড়ছেন না জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা ফুটবলাররাও।

ফুটবলকে এগিয়ে নিতে বাফুফে যেমন ব্যর্থ, তেমনি ফুটবলাররাও। অনেকের মতে, ভুটানের কাছে হারের জন্য বেশি দায়ী ফুটবলাররাই। বর্তমান ফুটবলারদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। পা বাঁচিয়ে খেলার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। কিছুদিন আগে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনও বলেছেন, এখনকার ফুটবলাররা অর্থকেই বেশি গুরুত্ব দেয়। তাদের কাছে খেলার চেয়ে টাকাই অগ্রাধিকার পায়।

অনেকের মতে, বর্তমানে ফুটবলাররা ক্লাব থেকে যে টাকা পায় তার সিকি ভাগেরও যোগ্যতা নেই তাদের। ফুটবলকে বাঁচাতে অনেক খেলোয়াড় যাতে অতি মূল্যায়িত না হয় সে দিকেও নজর রাখার মত দিয়েছেন।

তবে বর্তমানে যারা ফুটবল খেলেন তারা এ অভিযোগ মানতে রাজি নন। তারা বিচ্ছিন্নভাবে এর জবাবও দিয়েছেন। অনেকে বলেছেন, যে সাবেক ফুটবলাররা এখন সমালোচনা করছেন তাদের সময় আন্তর্জাতিক কি অর্জন ছিল? ফুটবলের যা কিছু অর্জন তা ১৯৯৫ সালে ও তার পরে।

সমালোচনার জবাবগুলো আর বিচ্ছিন্নভাবে দিতে চাচ্ছেন না বর্তমান ফুটবলাররা। এই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন ফুটবলের সাম্প্রতিক অবস্থা নিয়ে। আগামীকাল (রোববার) স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সব সমালোচনার জবাব দেবেন তারা। সংবাদ সম্মেলনের উদ্যোক্তা জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিডফিল্ডার জামাল ভূঁইয়া।-জাগো নিউজ
৩০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে