রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১১:০৭:১৬

সাকিবের ফেরার তাড়া!

সাকিবের ফেরার তাড়া!

স্পোর্টস ডেস্ক: মাঠে নামলেই টি-২০ স্টাইলে ব্যাটিং চালানোটা অভ্যাসে পরিণত হয়েছে দেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের। চট্টগ্রামের পর ঢাকা টেস্টে একই রূপে দেখা গেছে তাকে। যেন তার প্যাভিলিয়নে ফেরার তাড়া।

সাকিব নিঃসন্দেহে দেশের সেরা অলরাউন্ডার। বাংলাদেশের অনেক জয়ের নায়ক। তবে চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের জয়ের অন্যতম দুটি কারণের একটি অবশ্যই প্রথম ইনিংসে ডাউন দ্য উইকেটে গিয়ে সাকিবের আউট হওয়াটা। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষেও সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু মাহমুদুল্লার অযাচিত সুইপে কাল হলো দলের। দ্বিতীয় দিনের শেষের বলে আউট হয়ে চিন্তায় ফেলে দেয় বাংলাদেশকে।

এরপর তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসের সঙ্গী হোন সাকিব। চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টে এসেও দেখা গেছে মাঠে নেমেই তাড়াহুড়া। টি২০ স্টাইলে,  এমনকি ক্রস ব্যাট চালিয়ে ভুল শট খেলতে দেখা যাচ্ছে তাকে। যে সহজ প্রতিপক্ষের সঙ্গে লড়ছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সর্বশেষ সংগ্রহ ৪ উইকেটে ১৮২। সাকিব আল হাসান (১৭) সাথে ব্যাট করছেন মুশফিকুর রহিম (১)।
৩০ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে