রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ০৬:২৮:৪৩

বল হাতে মিরাজ যা করেছে, তা আপন যোগ্যতায় করেছে: অস্ট্রেলিয়ান কোচ

বল হাতে মিরাজ যা করেছে, তা আপন যোগ্যতায় করেছে: অস্ট্রেলিয়ান কোচ

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজে মুগ্ধ হয়ে আছেন বাংলাদেশের সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসের কোচ হিসেবে এখন ঢাকায় অবস্থান করছেন তিনি।

এ বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক। তাই কাছ থেকেই দেখেছেন অনূর্ধ্ব-১৯ দলের তারকা মিরাজকে। আর সেই মিরাজ যে একদিন সাফল্য পাবেন, তা আগে থেকেই নিশ্চিত ছিলেন স্টুয়ার্ট ল।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মিরাজের ডেব্যুটা একটু আগেভাগেই হয়ে গেল কিনা এমন প্রশ্নের উত্তরে স্টুয়ার্ট ল বলেছেন, ‘প্রতিভাবানদের সময় লাগে না, বল হাতে মিরাজ যা করেছে তা আপন যোগ্যতায় করেছে। ব্যাট হাতে হয়তো পারেনি, আসলে অভিজ্ঞতার অভাব তো রয়েছেই।

তবে যে পজিশনে সে ব্যাট করেছে তাতে চাপের মুখে হয়তো নিজের সেরাটা দিতে পারেনি। আর বোলিংয়ে সে সুযোগের অপেক্ষায় ছিল, যেটি কাজে লাগিয়েছে।’

মিরাজকে ভালোভাবেই মনে রেখেছেন স্টুয়ার্ট ল, ‘আমি বলবো সে অনেক পরিপক্ক ক্রিকেটার। যখন যা শেখাতে চেয়েছি তা খুব মনোযোগ দিয়ে শুনতো এবং তার বাস্তবায়ন করার চেষ্ট করতো। ব্যাট হাতে ভালো, বল হাতে ভালো, ফিল্ডিংয়েও চমৎকার। আর সর্বদাই তৈরি থাকে।

এমন ক্রিকেটারের জন্য যে বড় একটি প্ল্যাটফর্ম অপেক্ষা করছে, তা আমি অনেক আগে থেকেই জানতাম। সেই হিসেবে মিরাজ টেস্ট ক্রিকেট খেলছে, যেটি তার অনেক বড় প্রাপ্তি।’
৩০ অক্টোবর, ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে