রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ০৭:৪১:৪৩

টাইগারদের প্রশংসায় বড় বড় বিশ্ব মিডিয়া যা লিখলো

টাইগারদের প্রশংসায় বড় বড় বিশ্ব মিডিয়া যা লিখলো

স্পোর্টস ডেস্ক : বেন স্টোকসকে বোল্ড করেই সটান দাঁড়িয়ে গেলেন সাকিব আল হাসান। একেবারে মিলিটারি কমান্ডে- সোজা হও ভঙিতে। কপালে হাত ঠেকিয়ে মিলিটারি ঢংয়ে স্টোকসকে স্যালুট করে বিদায় জানিয়ে দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ঐতিহাসিক জয়ের স্বাদ তখন প্রায় পেয়ে গেছে বাংলাদেশের টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। টাইগারদের হাতে একে একে ধূলিসাৎ হয়ে গেল ব্রিটিশ দূর্গ। সে যেন এক অন্য রকম ঐতিহাসিক জয়।

জয়ের আনন্দ বাংলাদেশ ছাড়িয়ে এখন গোটা বিশ্বে ছাপিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এবং গণমাধ্যমে বাংলাদেশের এই জয়ের ইতিহাস ফলাও করে প্রচার করা হচ্ছে। উঠে আসছে বিশ্ব মিডিয়ায় টাইগারদের বিরত্ব গাঁথা।

বিভিন্ন সংবাদমাধ্যম বাংলাদেশের জয়ের খবর নিয়ে সংবাদ প্রচার করেছে। ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মিরর বাংলাদেশের জয়ের প্রশংসা করে শিরোনাম করেছে, ‘ঢাকায় শোচনীয় ব্যাটিংয়ের পর বাংলাদেশের কাছে ইংল্যান্ডের প্রথম পরাজয়।’

ব্রিটেনের আরেকটি সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ‘মেহেদী হাসান মিরাজের হাতে বিধ্বস্ত ইংলিশ ব্যাটিং লাইনআপ : প্রথমবারের মত বাংলাদেশের কাছে ইংল্যান্ডের পরাজয়।’

বিবিসি বাংলার খবরেও গুরুত্ব সহকারে এসেছে সংবাদটি। সেখানে বলা হয়েছে, ‘মিরাজ ও সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ ড্র করলো বাংলাদেশ।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ‘মেহেদী হাসানই শেষ করে দিলেন ইংল্যান্ডকে : বাংলাদেশ পেলো ঐতিহাসিক এক জয়।’ ভারতের আরেক পত্রিকা আনন্দবাজার বলেছে, ‘চট্টগ্রামের বদলা ঢাকায়! মিরাজ, সাকিব গুঁড়িয়ে দিল ইংল্যান্ডকে।’ কলকাতা২৪/৭ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে টেস্ট জয়ের শিরোনাম করেছে, ‘মেহেদি হাসানের জন্য আজ গর্বের দীপাবলি বাংলাদেশেও!’ স্কাই স্পোর্টসের খবরে বলা হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক জয়।’

পাশাপাশি দেশের মিডিয়াতেও চলছে এই ঐতিহাসিক বিজয়ের নানা মূখী আয়োজন। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সেলিব্রেটিরাও এই জয়ে টাইগারদের প্রসংশা করে অভিনন্দন জানাচ্ছেন। পিছিয়ে নেয় ক্রিকেট-ভক্তরাও। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে ফেলেছে ঐতিহাসিক বিজয়ের আনন্দে।
 
৩০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে