রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ০৮:৪৯:৪৯

‘এখন টাইগাররা চাইলে প্রধানমন্ত্রীর কাছ থেকে জমি-জমা, গাড়ি আর লাখ লাখ টাকা পেতে পারে’

‘এখন টাইগাররা চাইলে প্রধানমন্ত্রীর কাছ থেকে জমি-জমা, গাড়ি আর লাখ লাখ টাকা পেতে পারে’

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে অল্পের জন্য হয়নি। ২২ রানে হারের হতাশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে, এবার আর দুর্ভাগ্য সঙ্গী হল না স্বাগতিকদের। ১০৮ রানে পাওয়া জয়ের মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট।

এবারই প্রথম প্রতিষ্ঠিত কোনো শক্তির বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সেই জয় বাংলাদেশ ছাপিয়ে চলে গেছে দেশের বাইরেও। টুইটারে ক্রিকেট বিশ্বের নামীদামী তারকা থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা – সকলের প্রশংসায় ভাসছে বাংলাদেশ।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ইংলিশদের জন্য দু:খ প্রকাশ করলেও বাংলাদেশের প্রশংসা করে লিখেছেন, ‘ইংল্যান্ডের জন্য এটা ছিল ভয়াবহ একটা দিন। তবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটা মুহূর্ত। দুটো ম্যাচেই ওরা দারুণ খেলেছে।’

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বোদ্ধা হার্শা ভোগলে। টুইটারে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল এক মুহূর্ত। কয়েকবছর ধরেই বলে আসছি, এই দলটা বাংলাদেশের ইতিহাসে সেরা। এদের আত্মবিশ্বাস আছে। আরও অনেক কিছু করে দেখাবে ওরা।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সাথে কাজ করেছেন ইয়ান পন্ট। এর বাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে জাতীয় দলেরও পেস বোলিং কোচ ছিলেন তিনি।

মজা করে তিনি লিখেছেন, ‘ব্রিলিয়ান্ট একটা টেস্ট সিরিজ। এখন টাইগাররা চাইলে প্রধানমন্ত্রীর কাছ থেকে জমি-জমা, গাড়ি আর লাখ লাখ টাকা পেতে পারে।’

বাংলাদেশ ক্রিকেট দলের ভূয়ষী প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। তিনি লিখেছেন,  ‘কি দারুণ ভাবেই না সিরিজে ফিরে আসলো বাংলাদেশ। নিজেকে চিনিয়ে দিলেন মিরাজ। উপভোগ্য একটা সিরিজ হল। সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট।’
৩০ অক্টোবর, ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে