সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৫:০১:৩০

বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সাঙ্গাকারা

বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: গতকাল মিরপুর টেস্টে ইংলিশদের ১০৮ রানে হারানোর পর দারুণ প্রশংসায় ভাসছেন টাইগাররা। সামাজিক যোগাযোগ ফেসবুক-টুইটারে সাবেক ক্রিকেটাররাও মজেছেন টাইগারদের প্রশংসায়। 

বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকসসহ আরো অনেকে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বাংলাদেশের প্রশংসা করলেও নিজের দেশের ক্রিকেটারদের টিপ্পনী কাটতে ভোলেন নি।

এর আগে বাংলাদেশের প্রশংসায় ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন,‘বাংলাদেশকে অভিনন্দন। ক্রিকেট পাগল দেশটির জন্য অসাধারণ এক মূহূর্ত।'

কারিবীয় কিংবদন্তী ক্রিকেটার ইয়ান বিশপ তো বলেই দিয়েছেন সঠিক পথেই রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এছাড়া সিরিজ ১৯ উইকেট নেওয়ায় মেহেদী হাসান মিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন বিশপ। টুইটারে সাবেক এই ক্রিকেটার বলেন, 'দারুন একটি সিরিজ দেখলাম আমরা। সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ ত্রিক্রকেট। মেহেদী হাসান তোমার জন্য অনেক শুভেচ্ছা।'

ভন বলেন,  'দিনটা ইংলিশ ক্রিকেটের জন্য বিষাদময় হলেও বাংলাদেশের জন্য ঐতিহাসিক। অসাধারন ক্রিকেট খেলেছে তারা।' এরপরই ইংলিশ ক্রিকেটারদের টিপ্পনী কেটে ভন বলেন, 'তবে বাংলাদেশ সফরে যাওয়ায় পুরো কৃতিত্বটুকু ইংল্যান্ডের ক্রিকেটারদের।'
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে