সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৫:১০:৪২

আগামী বছর অবসর নেবেন ধোনি!

আগামী বছর অবসর নেবেন ধোনি!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান মহেন্দ্র সিং ধোনি?‌ নিউজিল্যান্ডের সঙ্গে একদিন সিরিজে ভারত জয় পেয়েছে। মাঝে ২ মাসের বিরতি থাকলেও ইংল্যান্ডের সঙ্গে একদিনের সিরিজেও খেলতে নামবেন তিনি। শোনা যাচ্ছে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই নাকি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকেও অবসর নেবেন ধোনি।

২০১৪ সালের বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু ২০১৭ সালে একদিনের ক্রিকেট থেকেও সরে আসা নিয়ে কিন্তু ধোনির মতের বিরুদ্ধেই যাচ্ছেন সিনিয়র ক্রিকেটররা। আশিস নেহেরা জানিয়েছেন, ধোনির উচিত ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেট খেলে যাওয়া। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে এখন আর বয়স বড় কোনও সমস্যা নয়। পাকিস্তানের ইউনুস খান বা মিসবাহ উল হক যদি খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে ধোনি কেন পারবেন না। কিছুটা একই মত প্রকাশ করলেন রবি শাস্ত্রীও।

রবি শাস্ত্রী বললেন, ‘‌ধোনি একজন বিচক্ষণ ক্রিকেটার। কতদিন আন্তর্জাতিক ক্রিকেট তার পক্ষে টানা সম্ভব, সেটা উনি নিজেই ভাল বুঝতে পারবেন। কিন্তু আমার মনে হয়, ধোনির এখনও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে।’‌ ভারতীয় দলের সাবেক উইকেট কিপার কিরণ মোরে জানালেন, ‘‌আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ফিটনেসটাই মূল বিষয়। ধোনির ক্ষেত্রে সেটি সমস্যা নয়। তাহলে তার খেলতে অসুবিধা কী?‌’‌ সংবাদ প্রতিদিন

৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে