সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৫:২৯:৩১

আইসিসি র‍্যাংকিংয়ে এক লাফে ২৮ ধাপ উপরে উঠলেন মিরাজ

আইসিসি র‍্যাংকিংয়ে এক লাফে ২৮ ধাপ উপরে উঠলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: আইসিসি প্লেয়ার্স র‍্যাংকিংয়ের টেস্ট বোলারের র‍্যাংকিংয়ে গত সপ্তাহে জায়গা করে নেওয়া বাংলাদেশ জাতীয় দলের তরুণ বোলার মেহেদী হাসান মিরাজ সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়ে এক লাফে বোলিং র‍্যাংকিংয়ে ২৮ ধাপ উপরে উঠেছেন।

মিরাজ এগিয়ে এক্ষন ৩৩তম স্থানে অবস্থান করছেন। সাকিব আল হাসানের (১৫তম) পর বাংলাদেশি বোলারদের মধ্যে র‍্যাংকিংয়ে এখন মিরাহেরই অবস্থান। ঢাকা টেস্ট শুরুর আগে চট্টগ্রামে সিরিজের ৭ উইকেট নিয়ে আইসিসি বোলারদের র‍্যাংকিংয়ের ৬১তম স্থানে আরহণ করেন মিরাজ। আর সিরিজ নির্ধারণী শেষ টেস্টে ১২ উইকেট নিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

মিরাজের পাশাপাশি আরো অনেক টাইগার ক্রিকেটাররা সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করে বাড়িয়ে নিয়েছেন রেটিং আর ওঠে এসেছেন ওপরের দিকে। ব্যাট হাতে তামিম সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসে ১০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪১ রান করে ওঠে এসেছেন ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের ২০তম স্থানে। অন্যদিকে মুমিনুল হক ৬৬ রান করার সুবাধে ২৬ তম , ঠিক তাঁর পিছনে ২৭ স্থানে সাকিব আল হাসান অবস্থান করছেন। অন্যদিকেদুই ধাপ এগিয়ে ইমরুল কায়েস এখন অবস্থান করছেন এ তালিকার ৫৩তম স্থানে।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি ও র‍্যাংকিং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইংল্যান্ডকে শেষ ম্যাচে হারানোর ফলে বেড়েছে জাতীয় দলের রেটিং পয়েন্টও। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের নামের পাশে থাকা ৫৭ পয়েন্ট বেড়ে হয়েছে এখন ৬৫।
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে