সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৬:০২:০৫

বাংলাদেশী বোলারদের টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি

বাংলাদেশী বোলারদের টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর বাংলাদেশি বোলারদের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।  সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে টেস্টে অভিষেক হওয়া মেহেদি হাসান মিরাজের। দুই টেস্টে ১৮ উইকেট শিকার করে দুই ধাপেই উঠে গেছেন ৩৩ নম্বরে।

চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বর স্থানে উঠে আসেন সাকিব। তাই ১৫তম স্থানে থেমে ঢাকা টেস্ট খেলতে নামেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯০ রানে ৫ উইকেট নেন সাকিব। তারপরও র‌্যাঙ্কিংয়ে কোন উন্নতি হয়নি তার। আগের স্থানেই রয়েছেন তিনি। তবে ২১ রেটিং বেড়েছে সাকিবের।

চট্টগ্রাম টেস্টে ৪ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে আসেন তাইজুল। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে উইকেট শূন্য ছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তাই এক ধাপ পিছিয়ে ৩৭তম স্থানে নেমে গেছেন তাইজুল।

বাংলাদেশী বোলারদের টেস্ট র‌্যাঙ্কিং :

পূর্বের র‌্যাংকিং               বর্তমান র‌্যাংকিং          বর্তমান রেটিং        খেলোয়াড়
১৫                                 ১৫                        ৬৭২              সাকিব আল হাসান
৬১                                 ৩৩                        ৪৬৩              মেহেদি হাসান মিরাজ
৩৬                                 ৩৭                        ৪৩৬              তাইজুল ইসলাম
৫০                                 ৫১                        ৩০৭               জুবায়ের হোসেন
৫৯                                 ৬১                        ২৬৩                মাহমুদুল্লাহ রিয়াদ
৭৯                                  ৮০                       ১৫১                মুস্তাফিজুর রহমান
৭৯                                  ৮১                       ১৫০                 শফিউল ইসলাম
---                                   ৮৩                       ১২৭                 শুভাগত হোম
৮৫                                  ৮৬                       ১১৮                  নাসির হোসেন
৯১                                   ৯২                       ৯১                    মোহাম্মদ শহীদ

৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে