সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৭:০৬:২৩

ভারত বাবা, পাকিস্তান তার বাচ্চা: এ কি বললেন শেওয়াগ!

ভারত বাবা, পাকিস্তান তার বাচ্চা: এ কি বললেন শেওয়াগ!

স্পোর্টস ডেস্ক : এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চির প্রতিদ্বন্ধী পাকিস্তানকে হারিয়ে ভারত সেরার মুকুট মাথায় তুলেছে গতকালই। শনিবার কোহলিদের বিশাল ব্যবধানে জয়ের পরে এই জয় দেশবাসীর জন্য দীপাবলির দ্বিতীয় পুরস্কার হিসেবে ধরাই যায়। খেলার শুরু থেকে দু’পক্ষের মধ্যে টান টান লড়াই চললেও ৩-২ গোলে ম্যাচ বার করে নেয় ভারত।

আর তারপর থেকেই রূপিন্দরদের উদ্দেশে শুভেচ্ছাবার্তায় পূর্ণ হয়ে ওঠে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে স্যোশাল মিডিয়া। ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন, তাবড় তাবড় শিল্পপতি থেকে শুরু করে খেলাধূলা জগতের এবং রূপোলিপর্দার তারকারা অনেকেই। শুভেচ্ছা জানিয়েছেন, শচীণ, বীরেন্দ্র শেওয়াগ, মোহাম্মদ কাইফের মতো জনপ্রিয় ক্রিকেটাররাও।

এরই মধ্যে বীরেন্দ্র শেওয়াগ ব্যঙ্গ করলেন পাকিস্তানকে। স্যোশাল মিডিয়ায় মজাদার পোস্ট করার জন্য তিনি বরাবরই জনপ্রিয়। এবার ভারত জেতার পরেও তার ব্যতিক্রম হল না। পরপর দু’দিন দু’ধরনের খেলায় আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে আনার কথা ইঙ্গিত করে তিনি টুইট করেন। তার লেখার বক্তব্য ছিল, ‘গতকালের গল্পের সারমর্ম— মায়ের মমতা জয়ের রাস্তা সোজা বানিয়ে দেয়। আজকের গল্পের সারমর্ম— বাবা সবসময় বাবাই হয়।’

অর্থাৎ শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে ধোনিরা সকলেই নিজেদের মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নেমেছিল। সেখান থেকেই প্রথম গল্পের কথা বুঝিয়েছেন শেওয়াগ। মায়ের আশীর্বাদেই ১৯০ রানে জয় পেয়েছে ভারত। আবার গতকাল পাকিস্তান সমানে সমানে টক্কর দিলেও শেষ হাসি ভারতই হেসেছে। হাজার হোক, ভারত থেকেই তো জন্ম পাকিস্তানের।

তাই বাবার সঙ্গে পেরে ওঠা পাকিস্তানের কম্ম নয়। তার এই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সর্বত্র। শেওয়াগের ভক্তরা রিটুইটের মাধ্যমে আরও মজা করেন বিষয়টি নিয়ে। তবে পাকিস্তানের অনেকেই যে এই মজাটিকে ভাল চোখে দেখেননি, তা বলাই বাহুল্য। এবেলা

৩১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে