সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৭:৩০:৩৪

টেস্ট ক্রিকেট নিয়ে নয়া পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি

টেস্ট ক্রিকেট নিয়ে নয়া পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: ঘরে মাঠে সফরকারী দল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের পর এবার সাদা পোশাকের ক্রিকেটের দিকে বাড়তি মনোযোগ দেবে বলে নয়া পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে তৃতীয় দিনেই ঢাকা টেস্টে এমন জয়ের এমন সাফল্যের পর উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে আরো বেশী ম্যাচ খেলার প্রত্যাশা টাইগারদের। সেদিকেই এখন লক্ষ্য রাখবে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি বলেন, আইসিসি ওয়ার্ল্ড কম্পিটিশনের টুর্নামেন্টগুলোকে রেখেই আমরা প্ল্যান করেছিলাম এবং সে কারণেই আমাদের হয়তো টেস্ট কিছু কম খেলা হয়েছে।

বিসিবির ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম বলেন, টেস্ট ক্রিকেট আমরা ১৪ মাস খেলিনি। লংগার ভার্সনে আমাদের বেশ ভুল ত্রুটিও থাকতে পারে। আমাদের দলের মধ্যে আমরা জয়ের স্পৃহা দেখেছি। প্রথম টেস্টেও আমরা চেষ্টা করে  জিততে পারিনি। এই (মিরপুর) টেস্টে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা আমাদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বিসিবি পরিচালক আকরাম খান বলেন, অভিজ্ঞতা কম থাকলে এমনটা ঘটে যে ক্লোজে গিয়ে ম্যাচটা জিততে পারে না। সেটা থেকে শিক্ষা পেয়ে আমরা ভালো করছি। ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো করবো। এই সিরিজ শুরু হওয়ার দুই মাস আগেই আমরা ট্রেনিং শুরু করেছি।

আফগানিস্তানকে আগে নিয়ে আসলাম কারণ এই (ইংল্যান্ডের বিপক্ষে) সিরিজটা  আমরা অনেক সিরিয়াসলি নিয়েছিলাম। ওয়ানডে এবং টেস্টে যাতে আমরা ভালো করতে পারি। সিরিজ ড্র হলেও এই জয়ের প্রাপ্তিই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাবে বহুদূর এমন প্রত্যাশাই সবার।
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে