সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৮:২৯:৪৮

শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল পা। তবুও এই ক্রিকেটারটি যা করলেন, তা দৃষ্টান্ত হতে পারে

শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল পা। তবুও এই ক্রিকেটারটি যা করলেন, তা দৃষ্টান্ত হতে পারে

স্পোর্টস ডেস্ক: মনের জোর থাকলে অসাধ্য সাধন করা সম্ভব। দুবাইয়ে একটি আমন্ত্রণীমূলক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান্রে বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড। আর সেখানেই ঘটল অভাবনীয় ঘটনা।

ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্টে যোগ দিয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। ফাইনালেই অদ্ভুত এই ঘটনাটি ঘটে। ব্যাট করছিল পাকিস্তান। একটা বাউন্ডারি থামাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে যায়। ইংল্যান্ডের ফিল্ডার লিয়াম থমাসের কৃত্রিম পা মাঠের ভিতরেই খুলে যায়। পা খুলে গিয়েছে।

শরীর থেকে তা বিচ্ছিন্ন। তবুও সেই দিকে মন নেই থমাসের। তিনি ঝাঁপিয়ে পড়ে বাউন্ডারি। বাঁচান। আর থমাসের এ হেন কীর্তির জন্যই তিনি বাহবা কুড়িয়েছেন। মন জিতে নিয়েছেন সবার। সবাই হাততালি দিয়ে উঠেছে থমাসের অসম সাহসী ফিল্ডিং দেখার পরে। বলটি তাঁর কাছে আসার সময়ে কী চিন্তাভাবনা করছিলেন? দেহ থেকে ততক্ষণে পা তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কেন তিনি নিজের পা ঠিক না করে বল বাঁচানোর জন্য ঝাঁপালেন? লিয়াম থমাস জানান, তিনি দোলাচলে ছিলেন। কী করবেন, প্রথমটায় স্থির করতে পারেননি। তার পরে নিজেই স্থির করে নেন বলটা ধরার জন্য ঝাঁপাবেন। যেমন ভাবনা, সেই রকমই কাজ। পা পড়ে থাকল মাটিতে। থমাস লিয়াম ঝাঁপিয়ে পড়লেন বল ধরতে। যদিও লিয়াম থমাসের এমন মানসিকতা জেতাতে পারেনি ইংল্যান্ডকে। ম্যাচটি জিতে যায় পাকিস্তান। পাক ক্রিকেটাররা ম্যাচ জিতলে কী হবে, লিয়াম থমাসের এমন মানসিকতা কিন্তু সবার মন জিতে নিয়েছে।-এবেলা
৩১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে