সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৮:৩৪:৫২

পাকিস্তানকে ব্যঙ্গ করে ভারতীয় ক্রিকেটার শেবাগের অন্যরকম কথা

পাকিস্তানকে ব্যঙ্গ করে ভারতীয় ক্রিকেটার শেবাগের অন্যরকম কথা

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ভারতের উরিতে পাকিস্তানের জঙ্গি হামলা এবং ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। আর এই পরিস্থিতিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি হয়েছিল দেশ দুটি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়।

ভারতের এই সাফল্যে হকি দলকে সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ টুইটারে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকেও ব্যঙ্গ করেন। টুইট বার্তায় তিনি জানান,'একদিন আগে শিখেছিলাম, মায়ের মমতা জয়ের পথ সহজ করে দেয়। এবার শিখলাম বাপ-বাপই হয়। হ্যাশট্যাগ-ভারত বনাম পাকিস্তান, হ্যাশট্যাগ নো মওকা মওকা।'

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের একদিন আগে, ভারতের ক্রিকেট দল পঞ্চম তথা শেষ ম্যাচে জিতে নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে ৩-২ হারিয়ে দেয়। ওই ম্যাচে টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা একটি প্রচারে টিম ইন্ডিয়ার সকল ক্রিকেটারই মায়ের নামে জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। আর এই বিষয়টিকেই ‘মায়ের মমতা’ হিসেবে উল্লেখ করেছেন শেবাগ।
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে