সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ১০:১৪:০০

শুধু বোলিং নয় ভবিষ্যতে ব্যাটিংয়েও প্রতিভা দেখাবো: মিরাজ

 শুধু বোলিং নয় ভবিষ্যতে ব্যাটিংয়েও প্রতিভা দেখাবো: মিরাজ

আরেফিন তানজীব: ঢাকা টেস্ট জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন, শুধুমাত্র বোলিং নয় সামনের দিনগুলোতে ব্যাটিংয়েও নিজের প্রতিভা দেখাবেন।

সোমবার হোটেল র‌্যাডিসন থেকে বাড়ি ফেরার পথে হোটেল লবিতে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

মিরাজ বলেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমি চারটা ফিফটি করেছিলাম। আসলে সবাই জানে আমি ব্যাটিংও পারি। তবে এখানে এসে মানিয়ে নিতে খানিকটা কষ্ট হয়েছে। কারণ আমি যে সময় ব্যাটিংয়ে নেমেছিলাম সে সময় একটা প্রেসার ছিল। তাছাড়া বিশ্বের বড় বড় বোলাররা ছিল, খেলাটা ধরতে পারি নাই।

ব্যাটিংয়ে নিজের উন্নতির ব্যাপারে সিনিয়র খেলোয়াড় আর কোচদের প্রশংসা করে মেহেদি হাসান মিরাজ বলেন: বর্তমানে আমার ব্যাটিংয়ের যে ছোট ছোট ভুলগুলো রয়েছে সেগুলো শোধরাতে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন ঠিক হয়ে যাবে, তুই তো ব্যাটিং পারিস। আর ব্যাটিং কোচ সামাবীরা ও হেড কোচ হাথুরুসিংহেও আমার ব্যাটিং উন্নতির বিষয় নিয়ে কাজ করবেন।

নিজের বোলিং নিয়ে মিরাজ বলেন: বোলিং ভালো হচ্ছে, পারফর্ম করছি তবে ব্যাটিংটা ভালো হলে আরো ভালো লাগবে।
ইংল্যান্ড টেস্টে নিজের পারফর্ম নিয়ে মিরাজ বলেন: আসলে জিতলে ভালো লাগে, বাংলাদেশ জিতেছে এর চেয়ে বড় আনন্দের কিছু নেই। বাংলাদেশের জয়ে নিজেকে মেলে ধরেছি এটাই আনন্দ, তবে বড় আনন্দ বাংলাদেশের জয়।

জয়ের পর কোচ হাথুরুসিংহের কমেন্ট নিয়ে মিরাজ বলেন: হাথু খুব খুশী হয়েছে, আমাদের এখন শুধু নিজেদের দেশের মাটিতে ভালো খেললে চলবে না, বিদেশেও ভালো খেলতে হবে। তাই তিনি বিদেশে ভালো খেলার ব্যাপারে আমাদের বলেছেন। আর ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে এমন জয়ে হাথুরুসিংহেও মনে করেন আমরা টেস্টে অনেক ভালো টিম। আমরা শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও দেশকে জয় এনে দিতে পারব।

এলাম, দেখলাম জয় করলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের টেস্ট আঙ্গিনায় পা রাখাটা এমনই রাজসিক। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনই পাঁচ উইকেট তুলে আগমন বার্তা জানিয়েছিলেন এই অলরাউন্ডার। পরের ইনিংসে আরো এক উইকেট। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেটসহ দুই ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। তার স্পিনের নীল বিষে কুপোকাত ইংলিশ ব্যাটসম্যানরা। এতো কিছু অর্জন আর দেশের জয়ের পর মিরাজের বাবা মা কি বললেন তাদের পুত্রকে। মিরাজ বলেন: আমার বাবা মা অনেক খুশী, আমার বাবা মা বলেছেন মিরাজ এখন শুধু আমারদের সন্তান নয়, পুরো ষোল কোটি বাঙ্গালীর সন্তান।

দুই টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের পুরানো রেকর্ড ভেঙ্গেছেন মিরাজ। নিজের রেকর্ড নিয়ে মিরাজ বলেন: আমার বন্ধুরা আমাকে রেকর্ডের কথা বলেছে, এছাড়া আমিও বিভিন্ন অনলাইনে দেখেছি তবে বাংলাদেশ জিতেছে এর চাইতে বড় কিছু নেই।-চ্যানেল আই
৩১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে