সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ১০:৪৭:৩৮

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে যা করতে বললেন শেন ওয়ার্ন

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে যা করতে বললেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক: ঐতিহ্যশালী, টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেট যে খুব বিরক্তিকর, তা নিয়ে কারও মনে কোনও সংশয় নেই। টেস্ট ক্রিকেট থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন এই প্রজন্মের ক্রিক্রেট ভক্তরা। তাই এখন কাক-পক্ষী ছাড়া টেস্টে আর মাঠ ভরছে না।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নও তেমনটাই মনে করেন। ক্রিকেটের এই প্রাচীন ফরম্যাট টেস্টকে অনেকভাবেই বাঁচানোর চেষ্টা চলছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ঐতিহাসিক, প্রত্যেকেই টেস্ট ক্রিকেটকে কঠিন ফরম্যাট বলে স্বীকার করেছেন। কিন্তু উল্টো পথে হাঁটলেন ওয়ার্ন।

টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। ওয়ার্ন বলেন, টেস্ট ক্রিকেটের আরও প্রচারের প্রয়োজন। অধিনায়ক থেকে শুরু করে ক্রিকেটার, প্রত্যেকের আরও আগ্রাসী হওয়া দরকার। পিচে স্পিন ও সিম দুই রাখা উচিত। আর দর্শকদের বিনোদনের দিকে আরও নজর দেওয়া উচিত। তাহলেই একমাত্র বাঁচতে পারে টেস্ট ক্রিকেট।
৩১ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে