মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০১:২৯:২৯

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বেশ বড় চমক স্পিনারদের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বেশ বড় চমক স্পিনারদের

স্পোর্টস ডেস্ক : ভারত নিউজিল্যান্ড একদিনের সিরিজের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় স্পিনাররা৷ আর এই তালিকায় রয়েছেন অক্ষর প্যাটেল এবং অমিত মিশ্র৷

এই সিরিজের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এলেন অক্ষর প্যাটেল৷ প্রথম দশে এই প্রথম স্থান পেলেন অক্ষয় প্যাটেল৷ পিছিয়ে নেই লেগ স্পিনার অমিত মিশ্রও৷ নিজের স্থান থেকে প্রায় ২৫ ধাপ এগিয়ে আন্তর্জাতিক একদিনের সিরিজে আইসিসি বোলার তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন অমিত৷

নিউজিল্যান্ড বনাম ভারতের এই সিরিজে ১৫টি উইকেট নিয়েছেন তিনি৷ তিনিও এই প্রথম ২০ তে জায়গা করে নিলেন তিনি৷ অমিত ছাড়াও একই স্থানে রয়েছেন দক্ষিন আফ্রিকার ডেল স্টেইন৷

এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট, দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল নারিন এবং তৃতীয় স্থানে ইমরান তাহির৷ অন্যদিকে, বিরাট কোহলিও আইসিসি ওয়ান ডে ব্যাটসম্যান তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই  সিরিজের পর৷

সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে টেস্টে অভিষেক হওয়া মেহেদি হাসান মিরাজের। দুই টেস্টে ১৮ উইকেট শিকার করে দুই ধাপেই উঠে গেছেন ৩৩ নম্বরে।

চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বর স্থানে উঠে আসেন সাকিব। তাই ১৫তম স্থানে থেমে ঢাকা টেস্ট খেলতে নামেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯০ রানে ৫ উইকেট নেন সাকিব। তারপরও র‌্যাঙ্কিংয়ে কোন উন্নতি হয়নি তার। আগের স্থানেই রয়েছেন তিনি। তবে ২১ রেটিং বেড়েছে সাকিবের।

চট্টগ্রাম টেস্টে ৪ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে আসেন তাইজুল। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে উইকেট শূন্য ছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তাই এক ধাপ পিছিয়ে ৩৭তম স্থানে নেমে গেছেন তাইজুল।

০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে