মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৭:৫৫:৫০

একটু বৃষ্টিতেই পানি জমে মিরাজের বাড়িতে

একটু বৃষ্টিতেই পানি জমে মিরাজের বাড়িতে

আতিকা রহমান: বিশ্ব ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের বিস্ময়কর উত্থানে আনন্দিত ও উদ্বেলিত তার গ্রাম খুলনার খালিশপুরের মানুষ। কাছের মানুষের সাফল্যে গর্বিত তার পরিবারের সদস্য, ছোটবেলার কোচ ও প্রতিবেশিরা। আরো উন্নতির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে সাফল্য ও সুনাম বয়ে আনবে এ বিস্ময় বালক-এমন প্রত্যাশা তাদের।

অভিষেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন টাইগার ক্রিকেটের নতুন সেনসেশন মেহেদী হাসান মিরাজ। যার প্রতিভার ঝলকে ভেসেছে বাংলাদেশ। স্থান করে নিয়েছেন রেকর্ডের পাতায়, গড়েছেন বিশ্ব ইতিহাস। তার অসাধারণ বোলিংয়েই ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারাতে সক্ষম হয়েছে টাইগাররা।

টিনের ছাউনির ঘর, বাঁশের বেড়া। একটু বৃষ্টিতেই পানি জমে উঠোন ও ঘরে। খুলনার খালিশপুরের এ বাড়িতেই বেড়ে ওঠা ইংলিশ বধের নায়ক মিরাজের। বাবা রেন্ট এ কার চালক। ছেলের খেলা গ্রামে বসে টিভি পর্দায় বেশ আগ্রহ ভরেই দেখেছেন বাবা জালাল হোসেন। সন্তানের এমন সাফল্যে উৎফুল্ল তিনি। প্রাণভরে চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া।

এক নিম্নবিত্ত পরিবারেই জন্ম বর্তমানে আলোচিত ক্রিকেট স্টারের। অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলার সময় খালিশপুরের নয়াবাটি হাজী শরিয়তুল্লাহ বিদ্যাপিঠের ছাত্র ছিলেন মিরাজ। ছাত্রের সাফল্য ছুঁয়ে গেছে শিক্ষক ও কোচকেও। মিরাজের উত্থানে রোমাঞ্চিত খালিশপুরের মানুষও।

ভবিষ্যতে মিরাজ দেশের জন্য আরো সুনাম বয়ে আনবে এমনটাই প্রত্যাশা-পরিবারের।-rtvonline.com
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে